JU: আচার্য বোসকে চিঠি শিশু সুরক্ষা কমিশনের, রবিবার নিহত ছাত্রের বাড়িতে যাচ্ছেন কমিশনের সদস্যরা

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

Aug 12, 2023 | 7:42 PM

JU: গত বুধবার যাদবপুরের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় বিএ প্রথমবর্ষের ছাত্রের। তাঁর মৃত্যুতে সামনে উঠে আসে র‍্যাগিংতত্ত্ব। ইতিমধ্যেই সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

JU: আচার্য বোসকে চিঠি শিশু সুরক্ষা কমিশনের, রবিবার নিহত ছাত্রের বাড়িতে যাচ্ছেন কমিশনের সদস্যরা
শিশু সুরক্ষা কমিশনের চিঠি।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যু। রাজ্যপালকে চিঠি দিল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। যাদবপুরের ছাত্রের রহস্য়মৃত্যুতে তোলপাড় রাজ্য। যেহেতু ছাত্রের বয়স এখনও ১৮ বছর হয়নি। ১৭ প্লাস। তাই এই বিষয়ে শিশু সুরক্ষা কমিশন হস্তক্ষেপ করছে। একইসঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকেও চিঠি দিয়েছে। কমিশনের আবেদন, এই মৃত্যুর তদন্ত যাতে যথাযথভাবে হয়, তার জন্য পদক্ষেপ করুক রাজ্যপাল। যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্যও। একইসঙ্গে পুলিশ কমিশনারকে কঠোর পদক্ষেপের কথাও বলেছে তারা।

শিশু সুরক্ষা কমিশনের তরফে হস্টেলের সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের কথা বলা হয়েছে। যদিও সেখানে সিসি ক্যামেরা নেই। এ প্রসঙ্গে কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় বলেন, “রিপোর্টে জানাতে হবে কেন নেই? ঘরে না থাকুক গেটে তো থাকবে। সমস্ত প্রতিষ্ঠানেই তা থাকে। সিসিটিভি আসে কী নেই সেটাই আমাদের জানাক। কেন নেই সেটাও জানাক। যেহেতু উপাচার্য নেই, আচার্যকেও সেজন্য চিঠি দিয়েছি। উনি কমিটি গঠন করেছেন, সবই হয়েছে। কিন্তু তার উত্তরগুলো আমাদের চাই। কী রিপোর্ট সেটা তো আমরা কমিশন থেকে চাইতেই পারি।”

গত বুধবার যাদবপুরের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় বিএ প্রথমবর্ষের ছাত্রের। তাঁর মৃত্যুতে সামনে উঠে আসে র‍্যাগিংতত্ত্ব। ইতিমধ্যেই সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ হেফাজতে আছেন তিনি। যেহেতু নিহত ছাত্রের বয়স এখনও ১৮ হয়নি, তাই এবার সোচ্চার শিশু সুরক্ষা কমিশনও।

কমিশনের চেয়ারপার্সনের কথায়, “আমাদের জানা দরকার কীভাবে এই ঘটনা ঘটল। অভিযোগ উঠছে বহিরাগতরা ছিল সেখানে। প্ররোচনামূলক কাজ করেছে বলেও অভিযোগ শুনছি। কী হয়েছে সেটা তো আমাদের জানা দরকার। ভবিষ্যতে যাতে আর এমন ঘটনা না ঘটে তার জন্য কী করা হচ্ছে তাও জানতে হবে। আমরা রেজিস্ট্রারের তালিকা চেয়েছি। কারা ছিল, কাদের সই ছিল।”

Next Article