কলকাতা: রামমন্দির নির্মাণে ৫ লক্ষ ১ টাকা অনুদান দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ব্যক্তিগতভাবে এই অনুদান দিলেন তিনি। এর আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও অযোধ্যার রামমন্দির নির্মাণের জন্য ৫ লক্ষ ১ টাকা অনুদান দেন। বৃহস্পতিবার রাজভবনে এসেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ও শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রতিনিধিরা। তাঁদের হাতেই সস্ত্রীক রাজ্যপাল এই অনুদান তুলে দেন। পরে নিজেই টুইট করে সে কথা জানান।
কয়েকশো কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে রাম মন্দির। আর সেই মন্দির তৈরিতে বিশ্ব হিন্দু পরিষদ-সহ সংঘ পরিবারের শাখা সংগঠনগুলি দেশজুড়ে অনুদান সংগ্রহ অভিযান করছে। এদিন রাজভবনে পৌঁছন বিশ্ব হিন্দু পরিষদের এরকমই এক প্রতিনিধি দল।
আরও পড়ুন: রাসবিহারী বসু স্মরণে বাংলায় টুইট শাহ-নাড্ডার
Governor West Bengal Jagdeep Dhankhar and his wife Smt. Sudesh Dhankhar donated a sum of ₹5,00,001 by way of State Bank of India Draft to a delegation of the @VHPDigital Vishwa Hindu Parishad and the Shri Ram Janmabhoomi Teerth Kshetra at the Raj Bhavan in Kolkata pic.twitter.com/7xgYrWeLtH
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 21, 2021
এই মুহূর্তে প্রত্যক্ষভাবে রাজনীতিতে যুক্ত না থেকেও বঙ্গ রাজনীতির আঙিনায় অন্যতম বহুল চর্চিত নাম জগদীপ ধনখড়। বিভিন্ন সময়ে তাঁর বক্তব্যে বিজেপি-ঘেঁষা সুর শুনতে পায় তৃণমূল। সর্বসমক্ষে সে দাবিও তোলে তারা।
Governor Dhankhar & Smt. Sudesh Dhankhar donated in personal capacity. Delegation @VHPDigital comprised of Alok Kumar- VHP working president, Ajoy Kumar Nandi-; Swapan Kumar Mukherjee-Alok Kumar Sur-Amiya Sarkar and Dr. Anjula vinayake President-Sima Chetana Manch. pic.twitter.com/VO86rxGqz4
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 21, 2021
একাধিকবার তৃণমূলের শীর্ষনেতৃত্ব ধনখড়কে আরএসএস-এর লোক বলে কটাক্ষ করেছেন। একবার এ নিয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধনখড় বলেছিলেন, তিনি তা নন ঠিকই। তবে তেমনটা হলে তিনি যে খুশিই হতেন, সে কথাও ঠিক। এই জবাবের সপক্ষে ধনখড়ের যুক্তি ছিল, আরএসএস দেশাত্মবোধে বিশ্বাসী। তাঁর দেখা এটি বিশ্বের অন্যতম সেরা সংগঠন।