Jahar Sarkar: ওরা ওয়াইড বল মারলে আমি ছক্কা মারব না কেন! খেলা চলছে: জহর সরকার
Jahar Sarkar: সম্প্রতি ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা হতে দেবেন না, কাউকে সাসপেন্ডও করা হবে না।

কলকাতা: রাজ্যের চার সরকারি অফিসারের বিরুদ্ধে এফআইআর করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। আর সেই নোটিস আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দিয়েছেন, তিনি রাজ্যের কোনও সরকারি অফিসারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা হতে দেবেন না। প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক জহর সরকার জানিয়েছেন, আসলে মমতা এই বিষয়টাকে একটা ইস্যু করতে চাইছেন। কমিশন ওয়াইড বলে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে ক্ষেত্রে কি রাজ্য সাসপেনশনে আপত্তি জানাতে পারে? এই প্রশ্নের উত্তরে প্রাক্তন সিইও জহর সরকার উল্লেখ করেছেন, কমিশনের কাছে সংবিধানের আর্টিকল ৩২৫, ৩২৬ অনুযায়ী বিশেষ ক্ষমতা আছে। তিনি জানিয়েছেন, মূলত, ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোল তৈরির সময় নির্বাচন কমিশনের কাছে অফুরন্ত ক্ষমতা থাকে। আর নির্বাচন প্রক্রিয়া চলাকালীনও ক্ষমতা থাকে।
সংবিধান অনুযায়ী কমিশন ঠিক করবে যে ভোট করা যায় কি না। ফলে, ‘মানব না’, এটা সরাসরি বলাটা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। সে ক্ষেত্রে রাজ্য সরকার কী করতে পারে? জহর সরকারের মতে, মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্ট রাজ্যকে দেওয়া হয়েছে। সেটা নিয়ে রাজ্য আইনি মতামত নিতে পারে ও তা কমিশনে জানাতে পারে।
তা না করে এভাবে সরাসরি না বলে দিয়ে মুখ্যমন্ত্রী এটাকেই ইস্যু করছেন বলে মন্তব্য করেছেন জহর সরকার। তিনি বলেন, “ওরা ওয়াইড বল মেরেছে, আমি কেন ছক্কা মারব না! এরকম একটা খেলা চলছে।”
