কলকাতা: মামলায় পরতে পরতে নতুন দুর্নীতি অভিযোগ সামনে আসে। সামনে আসছে কোটি কোটি টাকার দুর্নীতির হিসেব। সেই নিয়োগ দুর্নীতি মামলায় এবারও মুক্তি পেলেন না প্রাক্তন পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। বুধবার ইডি ও মানিকের আইনজীবীদের দীর্ঘ সওয়াল-জবাব চলে আদালতে। এদিন চার্জশিটও পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা। শুনানি শেষে খারিজ হয়ে গেল মানিকের সব আবেদন। ফের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। আগামী ৭ জানুয়ারি ফের আদালতে পেশ করা হবে তাঁকে। অর্থাৎ এক মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক শুভেন্দু সাহা।
বুধবার মানিকের গ্রেফতারির ৫৭ দিন পেরোল। এদিনই আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। সেই চার্জশিট গৃহীত হয়েছে। মানিক সহ মোট ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
এদিন মূলত মানিকের শারীরিক অসুস্থতার কথা বলে জামিনের আর্জি জানিয়েছিলেন মানিকের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। চার্জশিট জমা দেওয়ার পরও কী ভাবে তদন্ত চালানোর কথা বলা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। মানিকের পক্ষে আইনজীবী সওয়াল করেন, গ্রেফতারির ৬০ দিন এগিয়ে আসছে বলেই বুধবার চার্জশিট জমা দিল ইডি। আইনজীবীর দাবি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রিমান্ডে লিখেছে, মানিকবাবু শাসকদলের প্রভাবশালী নেতা। প্রমাণ লোপাট করতে পারেন। প্রভাব খাটাতে পারেন। মানিকের আইনজীবীর প্রশ্ন, ‘ইডি-র শাসকদলকে নিয়ে এত এলার্জি কেন? শাসকদলে যুক্ত থাকার বিষয়টিতে কেন বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে? উনি প্রভাব খাটিয়েছেন, সেটা কি বলতে পারবে ইডি?’ তবে সে সব যুক্তি ধোপে টেকেনি।
ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে দাবি করেছেন, তাপস মণ্ডল মানিকের হয়ে টাকা সংগ্রহ করতেন। মোট ৬১ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে বলে আদালতে জানিয়েছে ইডি। মোট ৭.৯ কোটি টাকা ও জমি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন ইডির পক্ষে, আইনজীবী ফিরোজ এডুলজি ছাড়াও সওয়াল করেন আইনজীবী অভিজিৎ ভদ্র।
দু পক্ষের সওয়াল-জবাবের পর রায়দান স্থগিত রাখা হয়েছিল। পরে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপর মানিককে ফের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছে।