কলকাতা: করোনার (COVID) দ্বিতীয় সংক্রমণের ঢেউ ‘সুনামির’ আকার নিয়েছে। বিধ্বস্ত গোটা দেশ। একাধিক রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। অক্সিজেন সঙ্কটে জেরবার রাজধানী। পঞ্জাবেও প্রাণবায়ুর অভাবে রোগী মৃত্যু। শয্যা সঙ্কটে বাংলা। সব মিলিয়ে একেবারে জাঁকিয়ে বসেছে কোভিড। আর এই বাড়তি সংক্রমণের জন্য প্রয়োজন বাড়তি অক্সিজেন। কেন্দ্রীয় সরকার অক্সিজেন এক্সপ্রেস চালিয়েও রাজ্যগুলির চাহিদা মেটাতে পারছে না। তবে কলকাতায় প্রাণবায়ু পৌঁছে দিচ্ছে মহেশতলার এক জাপানি সংস্থা। আগের থেকে আরও বেশি পরিমাণে অক্সিজেন উৎপাদন করে সঙ্কট মেটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জাপানের সংস্থা এয়ার ওয়াটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
দিনে তিনবার আগে যে পরিমাণ অক্সিজেন উৎপাদন হত, এ বার তা আরও বাড়িয়েছে এয়ার ওয়াটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। কলকাতা তথা রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পৌঁছে যাচ্ছে তাদের অক্সিজেন। যা আপদকালীন পরিস্থিতিতে অক্সিজেন সঙ্কট কাটিয়ে তুলতে অত্যন্ত সাহায্য করছে। সংস্থার প্ল্যান্ট ম্যানেডার নয়ন দে জানান, যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। তিনি বলেন, “আগের থেকে অনেক বেশি অক্সিজেন সিলিন্ডার প্রতিদিন বাইরে যাচ্ছে।”
পশ্চিমবঙ্গে যাতে অক্সিজেনের অভাব না হয়, তার জন্যই দ্রুত গতিতে অক্সিজেন উৎপাদনের কাজ করছেন তাঁরা। জাপানি সংস্থার এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন ওয়াকিবহাল মহলের একাংশ। প্রসঙ্গত, রাজ্যের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় বঙ্গে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন। স্রেফ একদিন করোনায় প্রাণ হারিয়েছেন ৫৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ২৮ হাজার ৬১ জন। মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৮৪ জনের।
আরও পড়ুন: ওয়ার্ডেই ছড়িয়ে ছিটিয়ে করোনা রোগীর দেহ! প্রকাশ্যে আরজিকরের বিপন্নতা