কলকাতা: কোভিড (COVID) রোগীদের চিকিৎসায় চরম অব্যবস্থার ছবি আরজিকর মেডিক্যাল কলেজ (R G Kar Hospital) হাসপাতালে। সংক্রামক রোগের চিকিৎসার কোনও পরিকাঠামোই নেই বলে অভিযোগ রোগীর পরিজনদের।
চিকিৎসার প্রতি ধাপে চরম উদাসীনতার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, ওয়ার্ডে একের পর এক রোগীর মৃত্যু হচ্ছে। সেই মৃতদেহ সরানো হচ্ছে না। রাত থেকে দুপুর পর্যন্ত পাঁচজনের দেহ ওয়ার্ডে পড়ে রয়েছে। কোভিড-নন কোভিড রোগীদের একই সঙ্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ‘বাংলায় ৪ কোটিরও বেশি ভ্যাকসিন রিজার্ভে আছে’, বিস্ফোরক তথ্য ফাঁস
ভর্তির পরে রোগীর পরিজনদেরই কোভিড আক্রান্তদের সিটি স্ক্যান-সহ নানাবিধ শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যেতে হচ্ছে। ভর্তির সময় করোনা রোগীদের ওয়ার্ডে নিয়ে যাওয়ারও লোক নেই। স্ট্রেচার না পেয়ে রোগীর পরিজনদের কাঁধে করে বা হাঁটিয়ে ওয়ার্ডে নিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ। ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও অভিযোগ বিস্তর।