Jersey: রোহিতদের গেরুয়া জার্সি পরে প্র্যাক্টিস নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার, পাল্টা কী বলছে পদ্ম শিবির-সিপিএম?

Saffron Jersey: সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, "ফুটবলের প্র্যাক্টিসে গেরুয়া রংয়ের জার্সি জাতীয় দলের আগে দেখেছি। ক্রিকেটের প্র্যাক্টিসে আগে ছিল কি না জানি না। তবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আর প্র্যাক্টিসে গেরুয়া জার্সিকে দুইয়ে দুইয়ে চার করলে কিছু করার নেই।"

Jersey: রোহিতদের গেরুয়া জার্সি পরে প্র্যাক্টিস নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার, পাল্টা কী বলছে পদ্ম শিবির-সিপিএম?
এই প্র্যাক্টিস জার্সি নিয়েই বলেন মুখ্যমন্ত্রী। Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 7:44 PM

কলকাতা: চলতি ক্রিকেট বিশ্বকাপের মরসুমে ভারতীয় দলের প্র্যাক্টিস জার্সির রং গেরুয়া। শুক্রবারই এ নিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সরব বিজেপিও। কেন গেরুয়া রংয়ে আপত্তি রাজ্যের মুখ্যমন্ত্রীর, প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে লিখেছেন বিজেপি নেতারা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখন সবকিছুই গেরুয়া হয়ে যাচ্ছে। আমরা আমাদের ভারতীয় খেলোয়াড়দের জন্য গর্বিত। আমি বিশ্বাস করি তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবেন। তবে প্র্যাক্টিসের সময় তাঁদের জার্সিও গেরুয়া। আগে তাঁরা নীল পরতেন।”

বিজেপির আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য এরপরই এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া নিয়ে ভয় পাওয়া বন্ধ করুন। বাংলার মানুষের প্রাথমিক যে পরিষেবা সেসব দিকে নজর দিন।’ অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, “ফুটবলের প্র্যাক্টিসে গেরুয়া রংয়ের জার্সি জাতীয় দলের আগে দেখেছি। ক্রিকেটের প্র্যাক্টিসে আগে ছিল কি না জানি না। তবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আর প্র্যাক্টিসে গেরুয়া জার্সিকে দুইয়ে দুইয়ে চার করলে কিছু করার নেই।”