১৮০০ টাকা ভাড়া দিয়ে কলকাতায় থাকত জঙ্গিরা, ছাতা সারানোর কারবারের আড়ালেই চলত কার্যকলাপ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 12, 2021 | 2:12 PM

JMB in Kolkata: সূত্রের খবর, বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল ১২ জন। এর মধ্যে তিনজন কলকাতায় থাকলেও বাকিরা ছড়িয়ে ছিটিয়ে চলে যায় অন্য রাজ্যে।

১৮০০ টাকা ভাড়া দিয়ে কলকাতায় থাকত জঙ্গিরা, ছাতা সারানোর কারবারের আড়ালেই চলত কার্যকলাপ
এই বাড়িতেই থাকত ধৃত জঙ্গিরা (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: গতকালই কলকাতা থেকে তিন জে্‌এমবি জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ।আজ তাদের তিনজনকে আদালতে তোলা হবে। মাস দুয়েক ধরে তারা কলকাতার হরিদেবপুরে থাকত। নিজেদের ভারতীয় বলেই পরিচয় দিয়েছিল এই তিনজন। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বাড়ি ভাড়া নেওয়ার সময় এরা কেউ নিজেকে ছাতা সারাইওয়ালা আবার কেউ ফল বিক্রেতা বলে পরিচয় দিয়েছিল। হরিদেবপুরের সেই জঙ্গি ডেরায় এখনও পড়ে রয়েছে ছাতা সারাইয়ের যন্ত্রাংশ। পাওয়া গিয়েছে একাধিক মোবাইলও।

জানা গিয়েছে, মোট ১২ জনের একটি দল অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। তাদের মধ্যে তিনজন কলকাতায় থেকে যায় ও বাকিরা ছোট ছোট দলে ভাগ হয়ে অন্য রাজ্যে চলে যায়। এরে মধ্যে কয়েকজন কাশ্মীরে ও ওড়িশায় গিয়েছে বলেও জানা গিয়েছে। কলকাতার হরিদেবপুরে ১৮০০ টাকা ভাড়া দিয়ে থাকত জঙ্গিরা। বাড়িওয়ালাকে ভারতীয় বলেই পরিচয় দিয়েছিল ওই জঙ্গিরা।

এদের মধ্যে একজন নিজেকে ছাতা সারাইওয়ালা বলে উল্লেখ করেছিল। তার ঘরে পড়ে রয়েছে ছাতা সারাইয়ের সামগ্রী। অন্যজন থাকত পাশের ঘরে। সে নিজেকে ফল বিক্রেতা বলে পরিচয় দিয়েছিল। আর এই সব কাজের আড়ালেই জঙ্গি কার্যকলাপ চালাত তারা। তাদের সেই ডেরা থেকে জঙ্গিদের বই-সহ বিভিন্ন জিনিস পাওয়া গিয়েছে। আরও পড়ুন: সাদা থান পরে কে পার হচ্ছে রাস্তা…! জাপটে ধরতেই বেরিয়ে এল সত্যিটা

পুলিশ সূত্র জানা গিয়েছে, ধৃতরা যে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করত, সেখানে জেহাদি তথ্য লেখা রয়েছে। একইসঙ্গে উদ্ধার হওয়া ডায়েরিতে রয়েছে জেএমবি নেতাদের নাম, ফোন নম্বর। এমনকী ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আইএসআইএস-এর সঙ্গেও এই যুবকরা যোগাযোগ রাখত বলে তদন্তে উঠে এসেছে। খাস কলকাতায় এ ভাবে জেএমবি জঙ্গি গ্রেফতারের ঘটনা ঘিরে স্বভাবতই চাঞ্চল্য তৈরি হয়েছে। বড় কোনও ছক নিয়েই যে তারা ডেরা বেঁধেছিল, তেমনটাই মনে করছে গোয়েন্দারা।

Next Article