সাদা থান পরে কে পার হচ্ছে রাস্তা…! জাপটে ধরতেই বেরিয়ে এল সত্যিটা

Jalpaiguri: কে এই মহিলা? কেনই বা এ ভাবে রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি? উত্তর খুঁজছে পুলিশ-প্রশাসন।

সাদা থান পরে কে পার হচ্ছে রাস্তা...! জাপটে ধরতেই বেরিয়ে এল সত্যিটা
প্রতীকি ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2021 | 1:48 PM

জলপাইগুড়ি: অনেকেই নাকি শুনেছেন লাটাগুড়ির রাস্তায় ভূতের দেখা পাওয়া যায়। শুধু ভূত নয় ছিনতাইবাজরাও ঘুরে বেড়ায় জঙ্গলের ভিতর ওই রাস্তায়। তাই ভয়ে ওই রাস্তা এড়িয়ে চলার চেষ্টা করেন অনেকেই। তবে রবিবার রাতে যা ঘটে গেল, তা বোধ হয় অভিপ্রেত ছিল না পর্যটকদের কাছে। পর্যটকরা ওই রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন আর তখনই ঘটে বিপত্তি। গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হতে দেখা যায় সাদা থান পরা এক মহিলাকে।

৩১ নং জাতীয় সড়ক ধরে ডুয়ার্স থেকে ফিরছিল পর্যটকের দল। পথে মহাকাল এলাকায় লাটাগুড়ির জঙ্গলে সেই দৃশ্য দেখে স্বভাবতই শিউরে ওঠেন গাড়িতে থাকা পর্যটকেরা। অনেক সময় এ ধরনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। আচমকা এ ভাবে সাদা থান পরা মহিলার আবির্ভাব আর তারপর উধাও হয়ে যাওয়ার গল্পও শোনা যায়। তবে এ দিন গাড়ির যাত্রীরা সাহস করে নেমে এসে এগিয়ে যান ওই মহিলার দিকে। তাঁর পরণে ছিল সাদা শাড়ি, মাথায় উস্কোখুস্কো চুল। এগিয়ে গিয়ে পর্যটকরা জাপটে ধরেন ওই মহিলাকে। এরপর রাস্তায় ভিড় জমে যায়।

মহিলাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমাকে কিছু করবেন না’, তিনি জানান তাঁর পিছনে আরও আটজন রয়েছে। কারা এই আটজন? খুঁজতে এগিয়ে যান পর্যটকদের দল। কিন্তু অন্ধকারে তাঁদের কারও দেখা মেলেনি।

এই সেই মহিলা

ঘটনায় সুমনা সরকার নামে এক পর্যটক জানান ছোট বেলা থেকে তিনি শুনে আসছেন লাটাগুড়ির রাস্তায় ভূত দেখা যায়। তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে এই এলাকায় নতুন করে ছিনতাইয়ের ঘটনার কথাও শোনা গিয়েছে, তাই বিষয়টি পুলিশের খতিয়ে দেখা উচিৎ। ঘটনায় প্রত্যক্ষদর্শী মন্তোস মালাকার বলেন, ‘প্রথমে ওনাকে দেখে আমরা আঁতকে উঠি। এরপর জিজ্ঞাসাবাদ করলে উনি জানান ওনার সঙ্গে আরও কয়েকজন ছিলো। আমার ধারনা যারা ছিল, তারা হয় ছিনতাইবাজ আর নাহলে এই মহিলাকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য ভূতের ভিডিয়ো শুট করছিল।’ আরও পড়ুন: সোমে দিল্লিতে নাড্ডা-দিলীপ সাক্ষাৎ, কথা হতে পারে বেসুরোদের নিয়ে

জলপাইগুড়ির পুলিশ সুপারের দাবি ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। রবিবার রাতে গরুমারা মহাকাল এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।