Job Seekers Protest: ফের রাজপথে চাকরি প্রার্থীরা, হকের দাবিতে রাজপথে ‘হাল্লাবোল’

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 05, 2022 | 1:35 PM

Kolkata: চাকরি প্রার্থীরা জানিয়েছেন মিছিল এগিয়ে নিয়ে যাবেন। তবে কোথায় গিয়ে এই মিছিল শেষ হয় সেইটাই দেখার।

Job Seekers Protest: ফের রাজপথে চাকরি প্রার্থীরা, হকের দাবিতে রাজপথে হাল্লাবোল
চাকরি প্রার্থীদের বিক্ষোভ (নিজস্ব ছবি)

Follow Us

কলকাতা: হকের দাবিতে রাজপথে হাল্লা-বোল। সুবোধ মল্লিক স্কোয়্যারে চলছে চাকরি প্রার্থীদের মিছিল। ৬০১ দিনের ধর্নার জেরে ভেঙে গিয়েছে ধর্যের বাঁধ। পুলিশি বাধা-ব্যারিকেডে রণদেহী। যে মিছিলে পুলিশ প্রথমে ব্যারিকেড দিলেও পরে কথোপকথনের পর তা তুলে নেন তাঁরা। চাকরি প্রার্থীরা জানিয়েছেন মিছিল এগিয়ে নিয়ে যাবেন। তবে কোথায় গিয়ে এই মিছিল শেষ হয় সেইটাই দেখার।

এক চাকরি প্রার্থী বলেন, ‘শান্তিপূর্ণভাবেই এই মিছিল করছিলাম আমরা। নিয়োগের দাবিতে গ্রুপ সি-ডি নবম থেকে দ্বাদশ সকলে নেমেছি পথে। আমরা যাতে দ্রুত নিয়োগ পাই সেই কারণে এই মিছিল।’ অপরদিকে পুলিশের ব্যারিকেড প্রসঙ্গে আরও এক চাকরি প্রার্থী বলেন, ‘আজকে যে দুর্নীতি হয়েছে সেই সময় এমন প্রশাসনিক সক্রিয়তা দেখা যেত আজকের এই দুর্নীতি হত না। অর্থাৎ আজকে যখন সমস্ত চাকরি প্রার্থীরা বঞ্চিত তখন পুলিশ ব্যারিকেড দিচ্ছে। আমরা শান্তিপূর্ণ মিছিল করছি।’

উল্লেখ্য, এর কয়েকদিন আগে  করুণাময়ী চত্বরেআন্দোলনকারীদের হঠাতে শনিবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। আর এরপরই প্রতিবাদের সরব হয়েছে বিভিন্ন মহল। সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি সামিল হয়েছে প্রতিবাদে। সিটি সেন্টারে বাম ছাত্র-যুবরা রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখাতে থাকেন। পুলিশের সঙ্গে তাঁদের একপ্রস্থ ধস্তাধ্বস্তিও হয়। পরে একের পর এক আন্দোলনকারীদের পুলিশের ভ্যানে তোলা হয়। এরপর প্রায় রোজই চাকরি প্রার্থীদের আন্দোলন লেগেই থাকে।

Next Article