Salt Lake Guest House: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, সল্টলেকের রহস্য মৃত্যুতে বন্ধুর পর গ্রেফতার প্রেমিকাও

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 05, 2022 | 12:43 PM

Salt Lake Guest House Update: আদালতে তোলার আগে অরিজিৎ জানান যে তাঁকে ফাঁসানো হচ্ছে। অপরদিকে, অনুশীলার দাবি, অরিজিৎ আসার কারণেই আত্মঘাতী হয়েছেন রনি।

Salt Lake Guest House: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, সল্টলেকের রহস্য মৃত্যুতে বন্ধুর পর গ্রেফতার প্রেমিকাও
বাঁদিকে অরিজিৎ পাত্র, ডানদিকে অনুশীলা চৌধুরী ও রনি দত্ত (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: সল্টলেকে রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও এক। গ্রেফতার করা হয়েছে নিহত যুবক রনি দত্তের বান্ধবী অনুশীলা চৌধুরীকে। বুধবার সল্টলেকের একটি গেস্টহাউস থেকে উদ্ধার হয়েছিল রনি দত্তের ঝুলন্ত দেহ। সেই ঘটনায় এর আগে অর্থাৎ শুক্রবার গ্রেফতার হন অনুশীলার এক ফেসবুকের বন্ধু অরিজিৎ পাত্র। এরপর আজ (শনিবার) গ্রেফতার করা হল মৃত যুবক রনি দত্তের বান্ধবী অনুশিলা চৌধুরীকে।  আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই দু’জনকে।

ইতিমধ্যে বিধাননগর দক্ষিণ থানায় আইসি (IC) অর্ঘ্য মুখোপাধ্যায় ও ডিসি বিশ্বজিৎ মাহাতো উপস্থিত রয়েছেন। পুলিশ সূত্রে খবর, অনুশীলা চৌধুরী ও অরিজিৎ পাত্রকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদালতে তোলার আগে অরিজিৎ জানান যে তাঁকে ফাঁসানো হচ্ছে। অপরদিকে, অনুশীলার দাবি, অরিজিৎ আসার কারণেই আত্মঘাতী হয়েছেন রনি।

কী ঘটেছিল?

বুধবার অর্থাৎ ২ নভেম্বর সল্টলেকের FE ব্লকের একটি গেস্ট হাউস থেকে রনি দত্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যায়, গলায় ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের ভিতর ঝুলছিল রনির দেহ। তাঁর শরীরে ছিল একাধিক ক্ষতচিহ্ন। অতিরিক্ত চিৎকার-চেঁচামেচির জন্য ওই গেস্ট হাউজের কর্মীরা ফোন করেন বিধাননগর দক্ষিণ থানায়। পুলিশ গিয়ে যখন ওই রুমের বেল বাজায়, তখন বিবস্ত্র অবস্থায় বেরিয়ে আসেন এক যুবতী। সেই দৃশ্য দেখেই রীতিমতো হতভম্ভ হয়ে যান পুলিশকর্মীরা। তারপরই ঘরের ভিতর তাঁরা উদ্ধার করেন রনির দেহ।

গোটা ঘটনায় ঘনীভূত হতে থাকে রহস্য। রনিকে খুন করা হয়েছে নাকি পিছনে রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখতে শুরু করেন পুলিশকর্মীরা। এ দিকে, রনির মৃত্যুর খবর জানাজানি হতেই বিধান নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের ভাই রকি দত্ত। তদন্তে নেমে গতকাল বিধান নগর দক্ষিণ থানার পুলিশ হুগলির কোন্নগর থেকে গ্রেফতার করে অরিজিৎ পাত্রকে। গেস্ট হাউজের ওই ঘরটি থেকে ফরেনসিক সাইন্স অ্যান্ড ল্যাবের একটি দল পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ নমুনা সংগ্রহ করেছে।

পুলিশ সূত্রে খবর, অনুশীলা কানাডায় থাকতেন। লকডাউনে কলকাতায় চলে আসেন। থাকতে শুরু করেন প্রেমিক রনি দত্তের সঙ্গে। এর মধ্যেই ফেসবুক থেকে আলাপ হয় অরিজিৎ-এর সঙ্গে। দু’জনের প্রোফাইল ঘেঁটে ইতিমধ্যেই তাঁদের কথপোকথন সংগ্রহ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বুধবার রাত্রিবেলা অরিজিৎকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢোকেন অনুশীলা। তার জন্যেই অশান্তি শুরু হয় রনি-অনুশীলার মধ্যে। পুলিশের অনুমান, ত্রিকোন প্রেমের অশান্তির জন্যই আত্মঘাতী হয়েছেন রনি দত্ত। গোটা ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অনুশীলা ও অরিজিৎ-কে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩০৬, ১২০ বি (ষড়যন্ত্র) ধারায় মামলা রুজু হয়েছে। আজ তাঁদের বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে।

 

 

 

 

 

 

Next Article