Group D Agitation: ‘প্রতিশ্রুতি কি শুধুই ললিপপ ছিল?’ মেধাকে ‘খাঁচামুক্ত’ করতে রাজপথের দখল নিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

May 12, 2023 | 3:13 PM

Job Seekers Agitation: আন্দোলনকারীদের বক্তব্য, ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে ৬০ হাজার নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাহলে কি সেটা ললিপপ ছিল? প্রশ্ন রাজ্য গ্রুপ ডি ওয়েটিং চাকরিপ্রার্থীদের।

Group D Agitation: প্রতিশ্রুতি কি শুধুই ললিপপ ছিল? মেধাকে খাঁচামুক্ত করতে রাজপথের দখল নিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা
গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের আন্দোলন

Follow Us

কলকাতা: সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election 2023)। আর সেই নির্বাচনের আগেই নিয়োগের দাবিতে কলকাতার রাজপথের দখল নিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা (Group D Agitation)। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এক মিছিলের ডাক দেন চাকরিপ্রার্থীরা। খালি গায়ে, প্রতীকী খাঁচা বানিয়ে মিছিলে হাঁটলেন ২০১৭ সালের রাজ্য গ্রুপ ডি ওয়েটিং চাকরিপ্রার্থীরা। মিছিলের অগ্রভাগে প্রতীকী খাঁচার গায়ে লেখা হয়েছে, ‘খাঁচায় বন্দি মেধা।‘ আন্দোলনকারীদের বক্তব্য, ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে ৬০ হাজার নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাহলে কি সেটা ললিপপ ছিল? প্রশ্ন রাজ্য গ্রুপ ডি ওয়েটিং চাকরিপ্রার্থীদের।

তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পঞ্চায়েত ভোটের আগেই দ্রুত ও স্বচ্ছ্বভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তাঁদের স্পষ্ট কথা,’মুখ্যমন্ত্রীর নিজস্ব দফতর এটি। আমরা সাত বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছি। মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল, ৬০ হাজার নিয়োগের। আমরা যোগ্য মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থী। আমাদের মূল দাবি, পঞ্চায়েত ভোটের আগে সমস্ত ওয়েটিং চাকরিপ্রার্থীদের নিয়োগ চাই।’

আন্দোলনকারীরা বলছেন, এসএসসি-র ক্ষেত্রে যেমন আইনি জটিলতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে তেমন কোনও আইনি জটিলতা নেই। তাঁদের বক্তব্য, ‘আমরা আজ বস্ত্রহীন অবস্থায় রাস্তায় নেমেছি। কারণ, আমাদের এখন খাওয়ার বা পেটে দেওয়ার মতো কিছু নেই। এসএসসিতে যেমন অনেক আইনি জটিলতা আছে, আমাদের ক্ষেত্রে তেমন নেই। মুখ্যমন্ত্রী চাইলে আজ, এখনই এক সেকেন্ডের মধ্যে আমাদের নিয়োগ দিতে পারেন।’

রাজ্যে যখন সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে অবিলম্বে স্বচ্ছ্ব নিয়োগের দাবিতে কলকাতার রাজপথের দখল নিলেন চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবিতে আরও একবার উত্তাল হচ্ছে রাজ্য রাজনীতি। গ্রুপ ডি অপেক্ষমান তালিকায় থাকা প্রচুর চাকরিপ্রার্থী এদিন শিয়ালদহ থেকে ধর্মতলার মিছিলে পা মেলান।

মিছিলে অংশগ্রহণকারী আন্দোলনরত চাকরিপ্রার্থীরা বলছেন, ‘আমরা পরীক্ষায় পাশ করেছি, ইন্টারভিউতেও পাশ করেছি। ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে ৬০ হাজার নিয়োগের প্রতিশ্রুতি ছিল। তাহলে কি সেটা ললিপপ ছিল? যাঁরা স্বচ্ছ্বভাবে পরীক্ষা দিয়ে পাশ করেছেন, তাঁদের চাকরি এই রাজ্যে হয়নি। আদৌ কি এ রাজ্যে কোনও চাকরি হবে?’

Next Article