কলকাতা: নির্বাচন হয়েছে। ফলাফল ঘোষণাও হয়ে গিয়েছে। কিন্তু এখনও পথে তারা। চাকরির নিয়োগ পেলেও যোগ দিতে পারেননি। তাই এবার সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এলেন তাঁরা। ২০১৬ সালের শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা জমা দিলেন স্মারকলিপি।
জানা যাচ্ছে, প্রায় কুড়ি থেকে পঁচিশ চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রীর হরিশ চ্যাটার্জী স্ট্রিটে ভিড় করেন। পুলিশের সঙ্গে কথা বলার পর তাঁদের মধ্যে থেকে দু’জনকে অনুমতি দেওয়া হয় মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার। সেখানে গিয়ে নিজেদের দাবি স্মারকলিপি দেন ওই চাকরিপ্রার্থীরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, ২০১৯ সালে তাঁরা প্রায় ১২৮০ জন চাকরি পেয়ে গেলেও বিরোধী পক্ষের একজন আইনজীবী মামলা যেভাবে করেছেন তাতে প্রত্যেককে চাকরি আটকে গিয়েছে। মূলত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম না করে ওই চাকরিপ্রার্থীরা সরব হন। মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা আবেদন করেছেন, এবার অন্তত আইনি জটিলতা কাটিয়ে তাঁদের চাকরি পাওয়ার পথ সুগম করে দিতে।
চাকরিপ্রার্থী শেখ সিরাউদ্দিন বলেন, “আমরা কুড়ি থেকে পঁচিশ জন এসেছি। আজ থেকে ১৮ মাস আগে চাকরি পেয়েছি। কিন্তু নিয়োগের ক্ষেত্রে বিরোধী পক্ষের আইনজীবী একটা মিথ্যা কেসে আমাদের নিয়োগ স্থগিত করে দেয়। ভোট মিটেছে। এই আইনি জটিলতা এসেছে এর দায় সরকারের। সরকারই পারবে জটিলতা কাটাতে।”