Joy Banerjee: সবুজ সঙ্কেত দিয়েছেন মমতা, আবার তৃণমূলে ফিরছেন জয়

Joy Banerjee : অনেক দিন আগেই বিজেপির সঙ্গে জয়ের দূরত্ব বেড়েছে। তৃণমূলের সঙ্গেও যোগাযোগ রাখছিলেন তিনি। অবশেষে মিলেছে সবুজ সঙ্কেত।

Joy Banerjee: সবুজ সঙ্কেত দিয়েছেন মমতা, আবার তৃণমূলে ফিরছেন জয়
বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন জয়
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2022 | 2:00 PM

কলকাতা : একসময় তৃণমূলেরই কর্মী ছিলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)। পরে ২০১৪ সালে বিজেপিতে (BJP) যোগ দেন তিনি। কিন্তু পরে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব প্রকট হয়। আর এবার ফের ঘাসফুল শিবিরেই ফিরতে চলেছেন তিনি। শনিবারই আনুষ্ঠনিকভাবে তাঁর দলে যোগ দেওয়ার কথা ছিল বলে তৃণমূল সূত্রে খবর। তবে আপাতত হচ্ছে না সেই যোগ দান। গোয়ার বিধানসভা নির্বাচনের পর জয় তৃণমূলে যোগ দেবেন বলে জানা গিয়েছে। তবে শনিবার তৃণমূল (TMC) নেতাদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে বলে খবর। বিধাননগর পুরসভায় রয়েছে সেই বৈঠক। অনেক দিন ধরেই তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে জানা গিয়েছে। অবশেষে দলনেত্রীর তরফে সবুজ সঙ্কেত মিলেছে বলেই সূত্রের খবর।

টিকিট পাননি একুশে

২০১৪ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। পরে তাঁকে একাধিক নির্বাচনে টিকিটও দিয়েছিল বিজেপি। কিন্তু, দলের হয়ে নির্বাচনে লড়েও জয় পাননি তিনি। পরে একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হয়নি বিজেপির তরফ। তারপর থেকেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে।

বিজেপির দাবি, জয় অসুস্থ

যদিও বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট না দেওয়ায় বিজেপির যুক্তি ছিল, জয় জটিল রোগে অসুস্থ। তাই তাঁর নির্বাচনে লড়ার ক্ষমতা নেই। তাই টিকিট দেওয়া হয়নি। এদিকে ২০১৭ সালে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল তাঁকে। কিন্তু, পরে সেই পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। সেই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল রাজীবকে। তাতেও কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন জয়। তাই তিনি অভিযোগ জানান, দলের মধ্যে থেকেও কোনও গুরুত্ব পাচ্ছেন না তিনি। এমনকী, অসুস্থ থাকা সময় দলের কারও তরফে কোনও সাহায্য়ও পাননি। তারপরই প্রধানমন্ত্রীকে চিঠি দেন নেন তিনি।

নরেন্দ্র মোদীকে জয়ের চিঠি

গত বছরই ক্ষোভের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন জয়। সেই চিঠিতে জানিয়েছিলেন যে তিনি বিজেপি ছেড়ে দিচ্ছেন। তবে কোন দলে যোগদান করছেন সে বিষয়ে খোলাখুলি কিছু জানাননি তিনি। তিনি উল্লেখ করেছিলেন, নরেন্দ্র মোদীকে দেখেই দলে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু দলের ব্যবহারে কার্যত অভিমান প্রকাশ করেন জয়। তারপর থেকেই ঘাসফুল শিবিরের সঙ্গে তাঁর যোগাযোগ শুরু। তবে এত দিন পর্যন্ত তাঁকে দলে নেয়নি তৃণমূল। অবশেষে তাঁকে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপাতত যোগ না দিলেও গোয়ার নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে যোগ দান করবেন তিনি। উল্লেখ্য, জয়ের প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কাউন্সিলর। জয় তৃণমূল ছাড়ার পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

আরও পড়ুন : Sisir Adhikari: দল বিরোধী কাজ! শিশির অধিকারীর বিরুদ্ধে প্রাথমিক তদন্তের নির্দেশ লোকসভার অধ্যক্ষের

আরও পড়ুন : WB Govt: সরকারি জমি থেকে দ্রুত ‘অবৈধ’ ধর্মীয় নির্মাণ সরাতে জেলাশাসকদের নির্দেশ, তালিকায় ৮ জেলা