AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sisir Adhikari: দল বিরোধী কাজ! শিশির অধিকারীর বিরুদ্ধে প্রাথমিক তদন্তের নির্দেশ লোকসভার অধ্যক্ষের

Sisir Adhikari: আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি শিশির অধিকারী। তবে অমিত শাহের সভামঞ্চে দেখা গিয়েছিল তাঁকে।

Sisir Adhikari: দল বিরোধী কাজ! শিশির অধিকারীর বিরুদ্ধে প্রাথমিক তদন্তের নির্দেশ লোকসভার অধ্যক্ষের
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে শিশিরের বিরুদ্ধে তদন্ত
| Edited By: | Updated on: Jan 29, 2022 | 12:30 PM
Share

নয়া দিল্লি : শিশির অধিকারীর বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ জানিয়েছিল তৃণমূল। সেই অভিযোগের ভিত্তিতে এবার বর্ষীয়ান সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বিষয়টি পাঠানো হয়েছে প্রিভিলেজ কমিটির কাছে। প্রিভিলেজ কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবে স্পিকারের দফতরে। তারপরই শিশির অধিকারীর সাংসদ পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ না দিলেও রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের সভামঞ্চে দেখা গিয়েছিল শিশির অধিকারীকে। এ ছাড়া ভোটের আগেই বিজেপিতে যোগ দেন তাঁর ছেলে শুভেন্দু অধিকারী। এরপরই তৈরি হয় বিতর্ক। দল বিরোধী কাজের অভিযোগ ওঠে কাঁথির সাংসদের বিরুদ্ধে।

অভিযোগ জানিয়েছিলেন সুদীপ

তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েই সাংসদ হয়েছিলেন শিশির অধিকারী। আর ভোটের আগে তাঁকে বিজেপির মঞ্চে দেখা যায়। এরপরই তাঁর বিরুদ্ধে দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দল বিরোধী কাজের অভিযোগ আনেন। তিনি একাধিকবার লোকসভার স্পিকারের দ্বারস্থ হয়েছেন।

এক মাস সময় চেয়ে নিয়েছিলেন শিশির অধিকারী

পূর্ব মেদিনীপুর দীর্ঘদিন ধরেই অধিকারীদের গড় বলে পরিচিত। ‘শান্তিকুঞ্জে’র প্রত্যেক সদস্যই তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলেন। কিন্তু একুশের ভোটের আগে শুভেন্দু হাত ধরে হাওয়া বদল হয় ‘শান্তিকুঞ্জে’। বিধানসভা ভোটের আগে শিশিরের দুই ছেলে শুভেন্দু ও সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। শুভেন্দুর আর এক ভাই দিব্যেন্দু অধিকারী খাতায় কলমে তৃণমূলে থাকলেও এখনও তাঁর রাজনৈতিক অবস্থানও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে শিশিরকে তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছিল তৃণমূল। কিন্তু, কাঁথির সাংসদ শিশির অধিকারী স্পিকারের কাছে নিজের রাজনৈতিক অবস্থান জানাতে এক মাস সময় চেয়ে নেন। সেই সময় অতিক্রান্ত হলেও দলীয় স্তরেও অবস্থান স্পষ্ট করেননি শিশির।

অমিত শাহের সভায় গিয়েছিলেন শিশির

খাতায় কলমে কাঁথির তৃণমূল সাংসদ শিশিরকে ভোটের আগে এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী সভায় হাজির হতে দেখা গিয়েছিল। অমিতের সভায় তৃণমূল নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভও উগরে দিয়েছিলেন তিনি। তাঁকে ঠেলে বিজেপি-তে পাঠিয়ে দেওয়া হল বলে মন্তব্য করেছিলেন শিশির। তবে বিজেপির পতাকা হাতে তুলে নেননি তিনি।

শুধু তাই নয়, নন্দীগ্রামে শুভেন্দু বিপুল ভোটে জিতবে বলে সভা থেকে বার্তা দিয়েছিলেন তিনি। একসময় যাঁরা এই এলাকায় তৃণমূলের শেষ কথা ছিলেন, তাঁদের দলীয় অবস্থান নিয়েই আজ সংশয় তৈরি হয়েছে। সম্প্রতি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও দেখা যায়নি শিশিরকে। এবছর প্রথমবার শিশির অধিকারীকে ছাড়াই জেলায় প্রতিষ্ঠা দিবস পালন করেছে তৃণমূল।

আরও পড়ুন : Dilip Ghosh: ‘দিলীপ ঘোষকে দেখলে লোক এমনিই ভিড় করে, আমি পিছানোর মানুষ নই’, পুলিশের সঙ্গে তুমুল বচসা