Fire in train: পুরীগামী ট্রেনে আগুন, যাত্রীদের মধ্যে ছড়াল আতঙ্ক
Fire in train: জানা গিয়েছে প্যান্ট্রি কার থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। রান্না করতে গিয়েই আগুন ছড়ায় ট্রেনে।
মহারাষ্ট্র : আচমকা আগুন লাগল ট্রেনে। শনিবার সকালে পুরীগামী ট্রেনে (train) ঘটল অগ্নিকাণ্ড। মহারাষ্ট্রের (Maharashtra) নান্দুবার স্টেশনের কাছে আগুন লাগে ট্রেনটিতে। হু হু করে ধোঁয়া বেরতে দেখা যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পাওয়ার পরই তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। যাত্রীদের তড়িঘড়ি ট্রেন থেকে নামিয়ে আনা হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ট্রেনের প্যান্ট্রি কার থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে জানিয়েছেল রেল কর্তৃপক্ষ। শনিবার সকালে গান্ধীধাম-পুরী এক্সপ্রেসে আগুন লাগে। সকাল ১০ টা ৩৫ মিনিটে আগুন লাগে বলে রেল সূত্রে খবর। তবে এই ঘটনায় কেউ আহত হননি। প্রত্যেক যাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
At 10.35 am Dy SS/Nandurbar informed Nandurbar Control that fire detected in pantry car of Gandhidham-Puri Express while entering Nandurbar station. Fire brigade was called. Fire extinguishers being used to douse off fire. Pantry car separated. All pax are safe: Railways Ministry
— ANI (@ANI) January 29, 2022
জানা গিয়েছে এ দিন গান্ধীধাম-পুরী এক্সপ্রেস যখন মহারাষ্ট্রের (Maharashtra) নান্দুবার স্টেশনে প্রবেশ করছিল। সেই সময়, আগুন লাগে ট্রেনটিতে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। আগুন নেভানোর কাজ শুরু হয়। রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান প্যান্ট্রি কারে যখন রান্না হচ্ছিল, তার থেকেই এই আগুন ছড়িয়ে পড়ে। ট্রেনের জানালা দিয়ে হু হু করো ধোঁয়া বেরতে দেখা যায়। তবে কিছুক্ষণ পরই আগুন নিয়ন্ত্রণে আসে। প্যান্ট্রি কার থেকে ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন করা হয়। প্রত্য়েক যাত্রী সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফ।
#UPDATE | Fire extinguised in the pantry car of 12993 Gandhidham-Puri Express at Nandurbar station in Maharashtra; coach detached: Western Railway pic.twitter.com/lFT5MZdqdn
— ANI (@ANI) January 29, 2022
আরও পড়ুন: Sisir Adhikari: দল বিরোধী কাজ! শিশির অধিকারীর বিরুদ্ধে প্রাথমিক তদন্তের নির্দেশ লোকসভার অধ্যক্ষের