JP Nadda meeting: ‘বাংলা বিভাজন নিয়ে মুখ খুলবেন না’, বঙ্গ নেতাদের কড়া নির্দেশ নাড্ডার

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 09, 2022 | 3:32 PM

JP Nadda meeting: সাম্প্রতিককালে একাধিক বিজেপি নেতার মুখে পৃথক রাজ্যের কথা শোনা গিয়েছে। এবার সেই বিষয়েই কড়া বার্তা দিলেন নাড্ডা।

JP Nadda meeting: বাংলা বিভাজন নিয়ে মুখ খুলবেন না, বঙ্গ নেতাদের কড়া নির্দেশ নাড্ডার
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

Follow Us

কলকাতা : কখনও জন বার্লা, কখনও সৌমিত্র খাঁ, একাধিক বিজেপি নেতার মুখে পৃথক রাজ্যের বার্তা শোনা গিয়েছে। এ নিয়ে বিতর্কও হয়েছে অনেক। এই ইস্যুতে বারবার বিরোধীদের তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছেন, বিজেপি বাংলা ভাগ করতে চাইছে। সেই ইস্যুতেই এবার কড়া বার্তা দেওয়া হল শীর্ষ নেতৃত্বের তরফে। বাংলা ভাগের কথা যেন কেউ মুখে না আনেন, সে ব্যাপারে সতর্ক কলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির দলীয় বৈঠক হয়, সেখানেই বঙ্গ বিজেপির নেতাদের এই বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

প্রথমে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানিয়েছিলেন বিজেপি সাংসদ জন বার্লা। সেই মন্তব্য নিয়ে বিতর্ক থাকলেও দলের অন্দরে অনেকে সমর্থনও জানিয়েছিলেন।  শুধু তাই নয়, জন বার্লার সেই বক্তব্যের রেশ ধরে পৃথক রাঢ়বঙ্গের দাবি তুলেছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার বঙ্গ সফরে নাড্ডা সেই বিষয়েই কড়া বার্তা দিলেন। এমনকি বুধবার বিজেপি বৈঠক থেকে বেরনোর সময় সৌমিত্র খাঁ বলেছেন,  বিজেপি রাঢ় বঙ্গ চায় না। আমি চাই। সৌমিত্রর এই অবস্থান বিতর্ক বাড়িয়েছে আরও। নাড্ডার নির্দেশের পর কি ওই সব নেতাদের অবস্থান বদলাবে ? এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বিজেপি নেতা রাজু বিস্তা। এখনও পর্যন্ত বঙ্গ বিজেপি নেতাদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।-

এ দিকে, পঞ্চায়েত নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। শাসক দল তার প্রস্তুতিতে ময়দানে নামতে শুরু করেছে। তার আগে রাজনৈতিক কার্যক্রম নিয়ে নাড্ডা রূপরেখা তৈরি করেছেন বলে সূত্রের  খবর। এ দিনের বৈঠকে সেই বিষয়েই আলোচনা হয়েছে।

জানা গিয়েছে, বিধায়কদের জনসংযোগের সময় বেঁধে দিয়েছেন নাড্ডা। তিনি নির্দেশ দিয়েছেন, প্রতিদিন সকাল ৯ টা থেকে সলাক ১১ টা পর্যন্ত নিজের বাড়িতে সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে হবে তাঁদের। কারও কোনও সার্টিফিকেট প্রয়োজন অথবা অন্য কোনও দাবি আছে কি না, তা শুনতে বলেছেন তিনি।

এছাড়াও মাসের মধ্যে অন্তত পাঁচ দিন এলাকা পরিদর্শনে বেরোতে হবে বলে জানিয়েছেন নাড্ডা। ছোট ছোট অঞ্চল ধরে পরিদর্শন করার কথা বলেছেন তিনি। এলাকার কোনও সমস্যা থাকলে তা সুরাহা করার চেষ্টা করতে বলেছেন বিধায়কদের। নাড্ডার নির্দেশ, স্থানীয় প্রশাসন কথা না শুনলে বার অ্যাসোসিয়েশনে যেতে হবে। জেলাশাসক বা পুলিশ সুপার বিজেপি বিধায়কের কথা না শুনলে আন্দোলনের পথে হাঁটতে হবে বলেও জানিয়েছেন তিনি।

Next Article