JU Student Death: যাদবপুরের পাঠানো রিপোর্টে সন্তুষ্ট UGC, আসছে না বিশ্ববিদ্যালয়ে

Susovan Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 15, 2023 | 1:08 PM

JU Student Death: রেজিস্ট্রার বলেন, "আমরা ইউজিসিকে যে রিপোর্ট পাঠিয়েছিলাম তাতে তারা সন্তুষ্ট। কালকে তারা আসছে না। তবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সকল রিপোর্ট পাঠাতে।"

JU Student Death: যাদবপুরের পাঠানো রিপোর্টে সন্তুষ্ট UGC, আসছে না বিশ্ববিদ্যালয়ে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে না ইউজিসি
Image Credit source: news agency

Follow Us

কলকাতা: রাজ্যে আসছে না ইউজিসি-র প্রতিনিধি দল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে যে রিপোর্ট পাঠানো হয়েছিল তাতে সন্তুষ্ট ইউজিসি। সেই কারণে তাঁরা আসছেন না। এমনটাই জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।

উল্লেখ্য, পড়াশোনার বিচারে রাজ্য তথা দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু বারংবার এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনা ঘটছে তাতে উদ্বিগ্ন হয়েছিল ইউজিসি। সূত্রের খবর, প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তাদের কাছে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। সেই ভিত্তিতেই ইউজিসি-র একটি বিশেষ দল রাজ্যে আসার কথা ছিল আগামিকাল। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কাছে ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রিপোর্টেই সন্তুষ্ট হয় ইউজিসি।

রেজিস্ট্রার বলেন, “আমরা ইউজিসিকে যে রিপোর্ট পাঠিয়েছিলাম তাতে তারা সন্তুষ্ট। কালকে তারা আসছে না। তবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সকল রিপোর্ট পাঠাতে।” এ দিকে ইউজিসি না আসায় শুরু হয়েছে জল্পনা। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের এই তদন্ত কমিটি গঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সদস্যদের নিয়েই। তাঁরা কি আদৌ নিজেদের খামতি গুলো জানাবে ইউজিসি-কে?

ইউজিসি এলে কী কী তদন্ত করত?

ইউজিসি-র প্রতিনিধি দল রাজ্যে এলে তাঁরা খতিয়ে দেখতেন, হস্টেল গুলোর পরিবেশ। যে হস্টেলে ঘটনা ঘটেছে সেই স্থান। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন তা সবটাই বিচার করতেন তাঁরা।

উল্লেখ্য, এর আগে শিশু সুরক্ষা কমিশনের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শোকজ করা হয়েছিল। সেই সময় অভিযোগ ছিল, যাদবপুর ইউজিসি-র গাইডলাইন মানে না। ফলে পড়ুয়াদের একাংশ প্রশ্নও তুলছে বিশ্ববিদ্যালয়ের পাঠানো রিপোর্টে কীভাবে সন্তুষ্ট হল ইউজিসি?

 

 

Next Article