JU: ক্যাম্পাসে মাটিতে শুয়ে শুয়েই কাজ করছেন যাদবপুরের উপাচার্য, এ কেমন দৃশ্য!

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Oct 12, 2023 | 8:18 PM

উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, "গান পয়েন্টে রেখে তো কোনও কাজ করা যায় না। আমরাও তো ছাত্রদের উপর গায়ের জোর দেখাতে চাই না। গায়ের জোর দেখাতে গেলে কখনওই তা আমাদের অধ্যাপকরা মেনেও নেবেন না। তাই আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। আশা করি পড়ুয়ারা তাদের শুভবুদ্ধির পরিচয় দেবে।"

JU: ক্যাম্পাসে মাটিতে শুয়ে শুয়েই কাজ করছেন যাদবপুরের উপাচার্য, এ কেমন দৃশ্য!
মাটিতে শুয়েই কাজ করছেন উপাচার্য।

Follow Us

কলকাতা: প্রতিবাদের যাদবপুরে এবার প্রতিবাদী কর্তৃপক্ষ। পড়ুয়াদের বিরুদ্ধে অবস্থানে বসেছেন উপাচার্য, সহ-উপাচার্য, ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানরাও। বুধবার মধ্যরাত থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরবিন্দ ভবনের সামনে গাড়ি বারান্দায় ‘সত্যাগ্রহ’ অবস্থানে বসেছেন তাঁরা। কর্মসমিতির বৈঠক চলাকালীন এই সিদ্ধান্ত তাঁরা নেন বলে খবর। বৃহস্পতিবার দেখা গিয়েছে মাটিতে শতরঞ্জি পেতে শুয়ে নানা নথিপত্র দেখছেন উপাচার্য বুদ্ধদেব সাউ। বাকিরাও কেউ মাটিতেই বসে। কেউ আবার সিঁড়িতে। তাঁদের বক্তব্য, ছাত্র ছাত্রীদের একাংশ অন্যায্য দাবি নিয়ে কর্মসমিতির বৈঠকে এসেছিল। এরপর ঝামেলাও করেছে। কর্মসমিতির বৈঠক বিঘ্নিত হওয়ায় কোনও বিষয়েই নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারছে না কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে এই অবস্থান। কর্তৃপক্ষ বার্তা দিতে চাইছে, তারা চাইলেও পড়ুয়াদের একাংশের কার্যকলাপের জন্য কোনও সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারছে না।

উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, “গান পয়েন্টে রেখে তো কোনও কাজ করা যায় না। আমরাও তো ছাত্রদের উপর গায়ের জোর দেখাতে চাই না। গায়ের জোর দেখাতে গেলে কখনওই তা আমাদের অধ্যাপকরা মেনেও নেবেন না। তাই আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। আশা করি পড়ুয়ারা তাদের শুভবুদ্ধির পরিচয় দেবে।”

ইসি বানচাল প্রসঙ্গে উপাচার্য বলেন, বুধবার ঘণ্টা তিনেক তাঁরা আলোচনা করেন। অনেক কিছুই সমাধানও হয়েছে। তবে শেষের দিকে পড়ুয়ারা তাঁদের উপর চাপ দিতে থাকেন বলে দাবি উপাচার্যের। বুদ্ধদেব সাউ বলেন, “জোর করে ভিতরে ঢুকে প্রশ্ন করছে, আমাদের তিন ঘণ্টা বসিয়ে রাখা হল কেন, আগে তার উত্তর দিতে। জাস্ট এই ল্যাঙ্গুয়েজে। এটা আমরা ছাত্রদের কাছ থেকে প্রত্যাশা করি? আমার তো মনে হয় না। বাকি ইসি মেম্বারেরও মনে হয়নি। তারপরই অত্য়ন্ত অসন্তুষ্ট হয়ে বাইরে বেরিয়ে আসেন।” অন্যদিকে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, “আমাদের কাছে মূলত গতকাল হস্টেলের ছাত্ররা এসেছিল। বিভিন্ন হস্টেল, বিভিন্ন ব্লক থেকে। তাদের দাবি, আমাদের বিভিন্ন কমিটিতে ওদের প্রতিনিধি রাখবে। সবকটায় এটা তো সম্ভব না।”

Next Article