সুজয় পাল, সৌরভ দত্ত, সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট
কলকাতা: নব্বই দিন অতিক্রান্ত। সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি। তারপর থেকেই ওঠে প্রতিবাদের ঝড়। আজ শহরের রাস্তায় পরপর প্রতিবাদ। একদিকে জুনিয়র চিকিৎসক ও নার্সরা মিছিল করছেন করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত। অন্যদিকে, রানি রাসমণি অ্যাভিনিউ-তে ডাক্তারদের বিক্ষোভ। প্রতিবাদে পথে নেমেছে তিলোত্তমার মা বাবাও। এরপর এ দিন আটজন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি পৌঁছন সিজিও কমপ্লেক্সে।
১৩২ দিন পেরিয়ে গিয়েছে। বিচার পায়নি তিলোত্তমা। উল্টে আবার জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি। যাঁদের বিরুদ্ধে উঠেছিল গুচ্ছ-গুচ্ছ দুর্নীতির অভিযোগ। এরপরই ক্ষোভে ফুঁসে ওঠে চিকিৎসক থেকে নাগরিক সমাজ। এ প্রসঙ্গে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন,”গতকালের ঘটনার প্রতিক্রিয়া হিসাবেই সিজিও কমপ্লেক্সে যাচ্ছি। দেখাতে যাচ্ছি সাধারণ মানুষ রাস্তায় রয়েছে। এই ভাবে বিচার ব্যবস্থাকে প্রহশনে পরিণত করা যাবে না। সেই বার্তা দেওয়ার জন্যই যাওয়া।” অপরদিকে তিলোত্তমার বাবা বলেন, “আর কী! এভাবেই বিচারের জন্য আন্দোলন আরও জোড়াল করতে হবে। পথে নামতে হবে।”
এ দিকে রানি রাসমণি অ্যাভিনিউতে যে মিছিল চলছে সেখানে কুশপুতুল পোড়ানো নিয়ে বাধে গণ্ডগোল। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের মিছিলে বাধা দিচ্ছে পুলিশ। যে সময় আন্দোলনকারীরা কুশপুতুল পোড়াতে যান, সেই সময় কয়েকজন জল ঢেলে তাতে বাধা দান করেন। দমকল কর্মীরা জল দিতে আসেন। এরপর বাকবিতন্ডা তৈরি হয়। আন্দোলনরত এক ডাক্তার বলেন, “হলুদ জামা পরা একজন এসে ড্রাম দিয়ে প্রথম জল ঢেলে দিল। তারপর মারধর করতে শুরু করল এভাবে বিচার পাওয়া যাবে কীভাবে?