কলকাতা: ভুল রিপোর্ট পেশ করার অভিযোগ। হাইকোর্টের রোষে পড়লেন মুর্শিদাবাদের ডিআই নৃপেনকুমার সিনহা। আদালতের নির্দেশে তাঁকে অপসারিত হতে হল। ডিআই পদ থেকে ডিমোশান হয়ে তিনি এবার জলপাইগুড়ির এডিআই পদে যোগ দিলেন।
প্রসঙ্গত, বনানী ঘোষ নামে মুর্শিদাবাদের এক শিক্ষিকা বাড়ির কাছে বদলির জন্য আবেদন করেছিলেন। স্বামী ও সন্তানের অসুস্থতার কারণ দর্শান তিনি। জেলা স্কুল শিক্ষা দফতরে সমস্য়ার সমাধান না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন বনানী। ওই মামলাতেই আদালতে ভুল তথ্য জমা দেওয়ার ঘটনায় মুর্শিদাবাদের ডিআইকে ২ সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে মামলাকারীকে তিন সপ্তাহের মধ্যে বাড়ির কাছের স্কুলে বদলি করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আদালত সূত্রে খবর, মামলায় মুর্শিদাবাদের ডিআইয়ের কাছে আদালত জানতে চেয়েছিল, স্কুলে কত শিক্ষক রয়েছেন। অভিযোগ, সেই সময় মুর্শিদাবাদের ডিআই নৃপেনকুমার সিনহা টিচারের সঙ্গে প্যারাটিচারের সংখ্যা যোগ করে আদালতে রিপোর্ট পেশ করেন। এখানেই বিরক্ত হয় আদালত। কারণ, অন্য একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, বদলির ক্ষেত্রে টিচার ও প্যারাটিচারের সংখ্যা এক করা যাবে না। এরপরই ভুল রিপোর্ট দেওয়ায় ডিআই-কে পদ থেকে অপসারণের নির্দেশ দেয় আদালত। বর্তমানে মুর্শিদাবাদে নতুন ডিআই হয়ে এলেন শ্রীমতি অপর্ণা মণ্ডল।