Manik Bhattacharya: ‘মানিককেই আসতে হবে’, মেয়ের হাতে হলফনামা দেখে ফেরালেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 25, 2023 | 5:13 PM

Justice Abhijit Gangopadhyay: ২০১৪ সালের প্রাথমিক নিয়োগের ওএমআর নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় পর্ষদ সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য।

Manik Bhattacharya: মানিককেই আসতে হবে, মেয়ের হাতে হলফনামা দেখে ফেরালেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Follow Us

কলকাতা: প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় গৃহীত হল না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) হলফনামা। মঙ্গলবার আদালতে তাঁর হয়ে হলফনামা দিতে গিয়েছিলেন তাঁর মেয়ে স্বাতী ভট্টাচার্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) সেই হলফনামা খারিজ করে দেন। তিনি নির্দেশ দিয়েছেন, মানিককেই দিতে হবে হলফনামা।

২০১৪ সালের প্রাথমিক নিয়োগের ওএমআর নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় পর্ষদ সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। সেই মামলাতেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। ২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট করার অভিযোগ উঠেছিল। তাতে অ্যাড হক কমিটির কী ভূমিকা ছিল, সেই প্রশ্নও উঠেছিল আদালতে।

বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন মানিক। জেলে রয়েছেন তাঁর স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক ভট্টাচার্যও। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দেওয়া চার্জশিটেও নাম ছিল মানিকের। তৃণমূলের বিধায়ক পদে থাকা মানিকের বিপুল সম্পত্তি, বছরে বছরে বিদেশ ভ্রমণ, ব্যাঙ্ক ব্যালান্সও চমকে দিয়েছে তদন্তকারী অফিসারদের। এই সব টাকার সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ কতটা গভীর, তা খতিয়ে দেখার চেষ্টা করছে কেন্দ্রীয় সংস্থা।

উল্লেখ্য, কিছুদিন আগে একটি মামলায় কয়েক ঘণ্টার নোটিসে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জেল থেকে আদালতে গিয়েছিলেন তিনি। এছাড়া দফায় দফায় আদালতের নির্দেশে জরিমানাও ধার্য করা হয়েছে তাঁর। তবে এদিন আদালতে হলফনামা গৃহীত হল না। পরে কীভাবে ওই হলফনামা জমা দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।

Next Article