কলকাতা: সম্প্রতি রাজ্যের একাধিক নিয়োগ দুর্নীতির মামলায় রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশেই একাধিক কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা, গ্রেফতারও করা হয়েছে বেশ কয়েকজনকে। সেই বিচারপতি এবার দাবি করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেছেন, ‘আপনি ভাল করছেন’। শাসক দলের দুই নেতা গ্রেফতার হয়েছে সম্প্রতি। কেন্দ্রীয় সংস্থার চাপে রাজ্যের শাসক দলের মনোবল নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। সেই সময়েই বিচারপতির এই দাবি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সম্প্রতি নব মহাকরণের ব্লক বি-র দ্বিতীয় থেকে দশম তল কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ অনেক বিচারপতিই উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। সেখানেই মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়েছিলেন বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার মাদ্রাসার সংক্রান্ত একটি মামলা চলাকালীন প্রসঙ্গক্রমে এজলাসেই এ কথা জানান বিচারপতি।
এ দিন তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সামনা সামনি দেখা হয়েছিল তাঁর। মুখ্যমন্ত্রীকে দেখে তিনি হাত জোড় করে বলেছেন, ‘আমি অভিজিৎ গাঙ্গুলী।’ সে কথা শুনে মমতা বলেন, ‘ও আপনি অনেক কিছু করছেন। আপনি আপনার মতো কাজ করুন।’ বিচারপতি আরও জানান যে সে দিন মুখ্যমন্ত্রীর কথা শুনে আরও কিছু বলতে চেয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি কিছু কথা যদি বলতে পারতাম…’। বিচারপতির দাবি, এ কথা শুনে মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, ‘এখন তো সুযোগ নেই, আপনি ভাল করছেন, আপনি আপনার মতো চালিয়ে যান।’ সম্প্রতি, আইনজীবী মহলের একাংশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রধান বিচারপতির কাছে একটি অভিযোগও জমা পড়েছে বলে খবর। এই আবহেই মঙ্গলবার এজলাসে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরলেন বিচারপতি।
এসএসসি বা প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন তিনি। তাঁর নির্দেশেই বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে। বহু চাকরি প্রার্থীই তাঁর রায়কে স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য, নবমহাকরণে অনুষ্ঠানের দিন আদালতের নিরপেক্ষতার কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বিচার ব্যবস্থা কখনও এক পক্ষের হয় না। এটা সর্বদা নিরপেক্ষ হয়। তিনি আরও দাবি করেন, মানুষ যখন সব জায়গা থেকে ভরসা হারিয়ে ফেলেন, তখনই বিচার ব্যবস্থায় ভরসা পান।