কলকাতা: দুর্নীতি নিয়ে বারে বারে মুখ খুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের ভিতরে হোক বা বাইরে তাঁর একাধিক মন্তব্য আলোচিত হয়েছে সংবাদ মাধ্যম থেকে সাধারণ মানুষের মধ্যে। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই বিচারপতি। কারণ তাঁর করা মন্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি নিয়ে গিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতির মধ্যেই বুধবার সংবাদ মাধ্যমের সামনে তাৎপর্যপূর্ণ কথা বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
গতকাল তিনি বিবেকানন্দ পাঠচক্র আয়োজিত স্বামী বিবেকানন্দ মিলন মেলায় উপস্থিত ছিলেন তিনি। সেই অনুষ্ঠান থেকে স্বামী বিবেকানন্দের জীবন-আদর্শের কথা তুলে ধরেন। একই সঙ্গে সমাজের বিচ্যুতি থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। বিচারপতি প্রশ্ন করেছেন, যে বাংলায় এত মনীষীদের জন্ম হয়েছে সেই বাংলার বর্তমান সমাজে এত বিচ্যুতি হয় কীভাবে।
অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যম তাঁকে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করেন। দুর্নীতি নিয়ে মুখ খোলার পর থেকে কেন বারে বারে তাঁর কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে সেই প্রসঙ্গেও মুখ খোলেন বিচারপতি। তাঁর বক্তব্য, তিনি যে সকল কাজকর্ম করছেন বা কথাবার্তা বলছেন তাতে এক শ্রেণির মানুষ খুবই বিপদে পড়ে গিয়েছেন। সেই কারণেই হয়ত তারা বারবার তাঁরা বারবার বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ‘চুপ’ করাতে চাইছেন। তিনি বলেছেন, “আমার কাজকর্মে ও কথাবার্তায় একটা শ্রেণি খুব বিপদে পড়ছে।
নেতাদের কার কত সম্পত্তি রয়েছে? কোন নেতার সম্পত্তির উৎস কী? তা জানতে চান সাধারণ মানুষ। সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সম্পত্তির হলফনামা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন কি না সেই বিষয়ও জানতে চান বিচারপতি। এরপরই এই ইস্যুতে জোর চর্চা হয় রাজনৈতিক মহলে।
গতকাল আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদন করেছেন, তাঁর সম্পর্কে আদালত এবং আদালতের বাইরে করা মন্তব্যের দ্বারা ইডি, সিবিআই যেন প্রভাবিত না হয়, এই মর্মে নির্দেশ দেওয়া হোক। যদিও, এই পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি গঙ্গোপাধ্যায় কোনও মন্তব্য করেননি।