Justice Ganguly on Kunal Ghosh: কুণালের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে… মানুষটা খারাপ না: বিচারপতি গঙ্গোপাধ্যায়

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 08, 2024 | 3:03 PM

Justice Ganguly on Kunal Ghosh: তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের প্রশংসা করেছেন বিচারপতি। পাশাপাশি, সাহিত্যচর্চার কথাও এদিন উল্লেখ করেছেন বিচারপতি। তিনি বলেন, "ওঁর একটি উপন্যাস আমাকে পাঠিয়েছেন। বেশ ভাল লিখেছেন। লেখার হাত খুব ভাল।"

Justice Ganguly on Kunal Ghosh: কুণালের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে... মানুষটা খারাপ না: বিচারপতি গঙ্গোপাধ্যায়
কুণালের প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা উঠেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এখনও বেশ কয়েকটি মামলার শুনানি চলছে। বিভিন্ন সময়ে এজলাসে বসে বা এজলাসের বাইরে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিচারপতি। অন্যদিকে, শাসক দলের একাধিক নেতা বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করেছেন। এবার এজলাসে বসেই শাসক দল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের প্রশংসা করলেন বিচারপতি। কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতার কথাও উল্লেখ করলেন।

সোমবার একটি মামলা চলাকালীন কুণাল ঘোষ সম্পর্কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কুণাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে। একদিন আমার চেম্বারে এসেছিলেন, আমি তো বেশ অবাক হয়ে গিয়েছিলাম।” সেই সঙ্গে তিনি আরও বলেন, “মানুষটা খারাপ না। আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলেন। ভদ্র মানুষ, ভাল ব্যবহার করেন। আমিই বা কেন খারাপ ব্যবহার করব!” বিচারপতি জানিয়েছেন, মাঝে-মধ্যে কুণাল ঘোষ তাঁর খোঁজখবরও নেন।

কুণাল ঘোষের সাহিত্যচর্চার কথাও এদিন উল্লেখ করেছেন বিচারপতি। তিনি বলেন, “ওঁর একটি উপন্যাস আমাকে পাঠিয়েছেন। বেশ ভাল লিখেছেন। লেখার হাত খুব ভাল।” তবে কুণাল ঘোষ যে বিভিন্ন সময় তাঁকে নিশানা করেছেন, সে কথাও উল্লেখ করতে ভোলেননি বিচারপতি। তিনি বলেন, ‘আমাকে টুল নিয়ে বাইরে বসতে বলেছেন।’- মন্তব্য বিচারপতির।

সম্প্রতি সন্দেশখালির ঘটনায় বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে।’ আক্রান্ত ইডি অফিসারদের দেখতেও গিয়েছিলেন তিনি। বিচারপতির মন্তব্যের পর কুণাল ঘোষ বলেছিলেন, ‘চেয়ার ছেড়ে রাজনীতিতে আসুন।’

বন্ধুত্বের কথা কার্যত স্বীকার করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিচারপতির মন্তব্য শুনে তিনি বলেন, “উনি খুব ভুল বলেননি।” তিনি উল্লেখ করেন, এক অনুষ্ঠানে গিয়ে বিচারপতির সঙ্গে দেখা হয়েছিল তাঁর। সেই সময় তাঁর প্রশংসাও করেছিলেন বিচারপতি। এরপর একবার হাইকোর্টে গিয়ে বিচারপতির ঘরে বসে আড্ডা দিয়েছিলেন তিনি। কুণাল বলেন, “আমার আড্ডা মারতে ভালই লেগেছিল। তবে উনি যদি আমার দল ও নেত্রীকে আক্রমণ করেন, তাহলে পাল্টা সমালোচনা করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে।”

Next Article