কলকাতা: কোনও প্রশাসনিক সভা হোক। বা দলের কোনও অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার পাশাপাশি নিজের রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন। সোমবারও ‘স্টুডেন্টস উইকের’ সমাপনী উদ্যাপনে গিয়ে নিজের ছেলে বেলার সময়ের কথা তুলে ধরেন তিনি।
এ দিন, সমাজের পিছিয়ে পড়া জাতি-উপজাতিদের জন্য নতুন কর্মসূচি ‘যোগ্যশ্রী প্রকল্পের’ সূচনা করেন মমতা। সেই প্রকল্পের বিষয়েই বলার সময় বারংবার তিনি তুলে ধরেন বাংলা ভাষার গুরুত্বের কথা। ইংরেজির পাশাপাশি মাতৃভাষা জানা জরুরি সে কথাও বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে হাল আমলে এ রাজ্যে শিক্ষা ব্যবস্থার কতটা উন্নতি হয়েছে তার বিবরণও দেন তিনি।
এরপরই নিজের ছেলেবেলার স্মৃতি ভাগ করেন মুখ্যমন্ত্রী। কীভাবে কষ্ট করে তাঁর মা তাঁকে কলেজে ভর্তি করেছিলেন তা পড়ুয়াদের বলেন। মুখ্যমন্ত্রী জানান, “আমার বাবা তখন মারা গিয়েছে। সেই সময় আমার গলায় মটর মালার হার ছিল। সেটা বিক্রি করে আমি কলেজে ভর্তি হয়েছিলাম।” তিনি পড়ুয়াদের বারেবারে এ দিন পরামর্শ দিয়েছেন যে গরিব হয়ে জন্মানো কোনও অপরাধ নয়। চেষ্টা থাকলেই নিজের সাফল্যে পৌঁছনো যায়।