Justice Abhijit Ganguly resign: এভাবে কি বিচারপতির পদ থেকে সরে গিয়ে রাজনীতিতে যোগ দেওয়া যায়? কী বলছে আইন?

Mar 03, 2024 | 3:29 PM

Justice Abhijit Ganguly resign: পদত্যাগ করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জল্পনা শুরু হয়েছে, পদত্যাগ করে তিনি রাজনীতিতে যোগ দেবেন। এই সম্ভাবনা তৈরি হতেই জনমানসে প্রশ্ন উঠেছে, এভাবে বিচারপতির আসন থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগ দেওয়া যায়? কী বললেন প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্য়ায়?

Justice Abhijit Ganguly resign: এভাবে কি বিচারপতির পদ থেকে সরে গিয়ে রাজনীতিতে যোগ দেওয়া যায়? কী বলছে আইন?
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (ফাইল ছবি)
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নয়া দিল্লি: বঙ্গ রাজনীতিতে হইচই ফেলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি বছরের ১০ অগস্টই অবসর নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, তার আগেই আগামী মঙ্গলবার (৫ মার্চ) তিনি হাইকোর্টের বিচারপতির পদ থেকে অবসর নেবেন। রবিবার (৩ মার্চ) পদত্যাগের কথা নিজেই জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু এক বিচারপতির পদত্যাগে রাজনৈতিক ময়দানে কেন হইচই? তার প্রধান কারণ, তাঁর পদত্যাগের সময়। ঠিক লোকসভা নির্বাচনের আগেই তিনি পদত্যাগ করছেন। দ্বিতীয়ত, গত কয়েক বছরে বারংবারই তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গিয়েছে। তাই জল্পনা শুরু হয়েছে, পদত্যাগ করে তিনি রাজনীতিতে যোগ দেবেন। এই সম্ভাবনা তৈরি হতেই জনমানসে প্রশ্ন উঠেছে, এভাবে বিচারপতির আসন থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগ দেওয়া যায়?

টিভি৯ বাংলাকে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিচারপতিদের পদত্যাগ করার অধিকার দিয়েছে ভারতের সংবিধান। তিনি বলেছেন, “সংবিধানে বিচারপতিদের পত্যাগের অধিকার দেওয়া হয়েছে। সংবিধানের ২১৭-র ১-এর ক ধারায় বিচারপতিদের পদত্যাগের অধিকার দেওয়া আছে। এর জন্য, কর্মরত বিচারপতিদের নিজের হাতে দেশের রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে আবেদন করতে হয়।” বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন জানিয়েছেন, মঙ্গলবারই তিনি নিজে হাতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে পদত্যাগ করবেন। এছাড়া, পদত্যাগের বিষয়টি তিনি চিঠি দিয়ে জানাবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং দেশের প্রধান বিচারপতিকেও।

দ্বিতীয় প্রশ্ন হল, ইস্তফার পর কি বিচারপতি রাজনৈতিক দলে যোগ দিতে পারেন? প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র জানিয়েছেন, কর্মরত অবস্থায় যদি কোনও বিচারপতি, কোনও বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত করেছেন বলে প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু, পদত্যাগের পর কোনও বিচারপতি রাজনীতিতে যোগ দেবেন কিনা, এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। এই ক্ষেত্রে কোনও বাধা নেই। জয়ন্ত মিত্র বলেন, “আমার মনে পড়ছে না কোনও বিচারপতি ইস্তফা দিয়েছেন। উনি বিচারপতি হিসেবে যদি কোনও রাজনৈতিক বিষয়ে পক্ষপাত করতেন, তাহলে তাতে অসুবিধা ছিল। কিন্তু, অস্তফা দেওয়ার পর তিনি যা খুশি করতে পারেন। কারও সেই বিষয়ে প্রশ্ন করার কিছু নেই।”

কাজেই, কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনও রাজনৈতিক দলে যোগ দিতেই পারেন। এই ক্ষেত্রে কোনও অসুবিধা নেই। কোন দলে যাবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

Next Article