কলকাতা: পদত্যাগ করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারই পদত্যাগ করছেন তিনি। এদিনই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রাজনীতিতে যোগ দেওয়ারও। এই সাক্ষাৎকারেই বৃহত্তর ক্ষেত্রে পদার্পন করতে চান বলে জানিয়েছেন। রাজনৈতিক ময়দানে যাওয়ার কথা বলেছেন। লোকসভা ভোটের মুখে তা নিয়েই এখন তোলপাড় বাংলার রাজনৈতিক মহল। রাজ্যের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সংবাদ মাধ্যমে বলেন, “এখনও বহু দফতরে বহু রকমের দুর্নীতি উদঘাটিত হয়নি। সেগুলি সব উদঘাটন হলে বোঝা যাবে কী পরিমাণ দুর্নীতির রাজ্যে আমরা বাস করছি। আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য শাসকদলকেই অভিনন্দন জানাব। বৃহত্তর ক্ষেত্রে আমি আসছি।”
তাঁর মুখে শোনা গিয়েছে বিজেপি, কংগ্রেস, সিপিএমের কথা। তাহলে শেষ পর্যন্ত কোন দলে যাচ্ছেন তিনি? ইতিণমধ্যেই তাঁকে তাঁদের দলে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। স্পষ্ট বলেন, “আমি দলীয় ভাবে কিছু জানি না। উনি একটা ব্যতিক্রমী চরিত্র। সর্বদাই তিনি আলোচনায় থেকেছেন। দুর্মীতির বিরুদ্ধে আওয়াজ তুলছেন। আমি কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি কংগ্রেসে এলে স্বাগত। উনি লড়াকু, প্রতিবাদী চরিত্র। প্রতিবাদী চরিত্র হিসাবে ভারতে কংগ্রেসের জায়গা আছে।” ভবিষ্যতের রাজনৈতিক জীবনের জন্য শুভেচ্ছাও জানান অধীর।
অন্যদিকে তাঁর সিপিএমে যোগদান নিয়েও জল্পনা তীব্র হয়েছে। যদিও সুজন চক্রবর্তী বলছেন, “আমার কাছে এরকম কোনও খবর নেই। উনি যোগদান করছেন এরকম কোনও খবর নেই।” যদিও খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল।