কলকাতা: পদত্যাগ করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়। আচমকা ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রবিবার সংবাদমাধ্যমকে তিনি জানান, মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন। রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তিনি। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছেন। এবার বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি।
চলতি বছরের অগস্টেই অবসরের কথা ছিল। কিন্তু তার আগেই এই সিদ্ধান্ত নিতান্তই তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতিকেও পদত্যাগপত্র পাঠাবেন বলে খবর। বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছিলেন,আদালতে থাকাকালীন একাধিকবার তাঁকে বিভিন্ন কটাক্ষের শিকার হতে হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তাঁর উদ্দেশে কখনও কখনও ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়েছে। কটুকথা বলা হয়েছে। শুধু তাই নয়, ‘চ্যালেঞ্জের’ মুখে তাঁকে ফেলা হয়েছে। বলা হয়েছে, মাঠে নেমে যেন তিনি কথা বলেন। সেজন্য তাঁর এই সিদ্ধান্তের পিছনে তৃণমূলকে ধন্যবাদ জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, “একজন বিচারপতি কর্মরত অবস্থায় পদত্যাগ করতে পারেন। সংবিধান তাঁকে সেই অধিকার দিয়েছে। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার কিছু বলার নেই।”