Rain Forecast: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বাংলার আকাশের দখল নিচ্ছে মেঘ, মাথায় হাত আলু চাষিদের

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Mar 03, 2024 | 10:39 AM

Rain Forecast: এখনও শীত শীত ভাব কলকাতায়। এদিকে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস।

Rain Forecast: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বাংলার আকাশের দখল নিচ্ছে মেঘ, মাথায় হাত আলু চাষিদের
চিন্তায় আলু চাষিরা
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: আবহাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বাংলার আকাশে ঢুকল মেঘ। ৩ দিন বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকেই রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও। বজ্রপাত, ঝোড়ো হাওয়া নিয়ে বিশেষ সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা। এদিকে সবে নতুন আলু উঠতে শুরু হয়েছে জমি থেকে। জমিতেই চলছে বাছাই। যাচ্ছে হিমঘর। কিছু জেলায় আবার বৃষ্টির জন্য আলু চাষের সময়েও পিছিয়ে গিয়েছিল। সে কারণেই আলু উঠতে বেশ কিছুটা দেরি। এমতাবস্থায় আচমকা বৃষ্টি হলে আলু তোলার ক্ষেত্রে সমস্যা হতে পারে। মাঠে আলু পচারও আশঙ্কা করছেন কৃষকেরা। 

তবে এখনও শীত শীত ভাব কলকাতায়। এদিকে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ঘোরাফেরা করছে ৪৫ থেকে ৯৪ শতাংশের আশপাশে। তবে সোমবার থেকে ফের ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

হাওয়া অফিস বলছে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়াতেও। এখানেওই বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতাতেও। 

Next Article