Abhishek Banerjee Case: বিচারপতি তীর্থঙ্কর ঘোষই শুনবেন অভিষেকের মামলা
Abhishek Banerjee Case: ইডি প্রশ্ন তুলেছিল, বিচারপতি ঘোষের বেঞ্চে কেন নিয়োগ-মামলার শুনানি হবে? এরপরই মামলা থেকে সরে যান বিচারপতি।
কলকাতা: বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই ফিরল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মামলা। ইডি-র এফআইআর খারিজের আবেদন জানিয়ে বিচারপতি ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু, তাতে আপত্তি ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সোমবারই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলা ছেড়ে দিয়েছিলেন বিচারপতি। তবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আবারও সেই বিচারপতির এজলাসেই পাঠালেন অভিষেকের মামলা। বুধবার হবে শুনানি।
সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কয়েকটি মামলা সরানো হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তাই ইডি প্রশ্ন তুলেছিল, বিচারপতি ঘোষের বেঞ্চে কেন নিয়োগ-মামলার শুনানি হবে? বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছিলেন, নিয়োগ দুর্নীতিতে দুই অভিযুক্ত মানিক ভট্টাচার্য ও সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মামলা তাঁর এজলাসেই চলছে। অপরাধমূলক মামলা ও সাধারণ মামলা কীভাবে একই বেঞ্চে হতে পারে, সেই প্রশ্ন তুললেও অভিষেকের মামলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বিচারপতি জানিয়েছিলেন, প্রধান বিচারপতি ঠিক করলে, তবেই তিনি আবার মামলা শুনতে পারেন।
অভিষেকের তরফে সওয়াল করছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর যুক্তি ছিল, বিচারপতি ঘোষের এজলাসেই ৪৮২ ধারা অর্থাৎ এফআইআর খারিজের মামলার শুনানি হয়। তাই এই এজলাসেই আবেদন করা হয়েছে। এ ক্ষেত্রে ইডি আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
আপাতত বুধবারের শুনানির দিকেই নজর থাকছে। এই মামলায় সোমবার পর্যন্ত রক্ষাকবচ পেয়েছিলেন অভিষেক। পরে বিচারপতি ঘোষ মামলা ছেড়ে দেওয়ায় ইডি জানিয়েছিল, তারা বেঞ্চ নির্দিষ্ট না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ করবে না। বুধবার বিচারপতি কী নির্দেশ দেন, তার ওপর নির্ভর করবে মামলার গতিবিধি।