Jyotipriya Mallick: ২৫ কেজি ওজন কমে বালু এখন ৩৭! মাথাও ফাটিয়ে ফেলেছেন, দাবি আইনজীবীর

ED: বিচারক বলেন, 'কিন্তু নট অ্যালার্মিং। পটাশিয়াম, সোডিয়াম ঠিক আছে।' বালুর আইনজীবী বলেন, 'ওজন ৩৭ কেজি হয়ে গিয়েছে। আমি কি আমার অসুস্থতার ভান করছি?' বিচারক বলেন, 'আমি সেটা বলছি না। আমি তো ডাক্তারও না। রিপোর্ট দেখে বলছি।'

Jyotipriya Mallick: ২৫ কেজি ওজন কমে বালু এখন ৩৭! মাথাও ফাটিয়ে ফেলেছেন, দাবি আইনজীবীর
জ্যোতিপ্রিয় মল্লিক।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2024 | 6:49 PM

কলকাতা: বিশেষ ইডি আদালতে বুধবার ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলা। সেই মামলার শুনানিপর্বে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর আইনজীবী বলেন, জেলে থেকে ২৫ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। শুধু তাই নয়, জেলে পড়ে গিয়ে মাথাও ফেটেছে। শরীর একেবারে ভাল নেই রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে ধৃত প্রাক্তন মন্ত্রীর।

বালুর স্বাস্থ্য সম্পর্কে আদালতে জানানো হয়, প্রথম দিন আদালতে এসে অসুস্থ হয়ে পড়েন বালু। হাসপাতালে ভর্তি করতে হয়। বালুর একটা কিডনি ৭৪%, অন্যটা ২৬% কাজ করে। কোভিডে দু’বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইসিইউয়ে চিকিৎসা চলে জ্যোতিপ্রিয়র। মূল সমস্যাই হল ডায়াবেটিস। এর ফলে শরীরে অন্যান্য সমস্যাও প্রকট হয়েছে। ক্রনিক কিডনি ডিজিজ, ফাস্টিংয়ে সুগার ৩৭০, ক্রিয়েটিনিনও স্বাভাবিকের থেকে বেশি।

বিচারক বলেন, ‘কিন্তু নট অ্যালার্মিং। পটাশিয়াম, সোডিয়াম ঠিক আছে।’ বালুর আইনজীবী বলেন, ‘ওজন ৩৭ কেজি হয়ে গিয়েছে। আমি কি আমার অসুস্থতার ভান করছি?’ বিচারক বলেন, ‘আমি সেটা বলছি না। আমি তো ডাক্তারও না। রিপোর্ট দেখে বলছি।’

আদালতে ইডি জানায়, ‘এত অসুস্থ হলে পিজি ছাড়লেন কেন? একবার পিজি গেলে তো আর বেরোন না। ১৫ দিন করে থেকে যান। আদালত থেকে রিপোর্ট চাওয়ার পর আবার এক এক করে বেরিয়ে যান।’ আগামী মঙ্গলবার ফের এই মামলার পরবর্তী শুনানি। সেদিন ইডি তাদের বক্তব্য জানাবে।