ED Summons Aroop Biswas: এবার অরূপ বিশ্বাসকে তলব ইডির : সূত্র

ED: অ্যালকেমিস্ট মামলায় তদন্ত করছে ইডি। সংস্থার অন্যতম ডিরেক্টর কেডি সিংকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা। সম্প্রতি মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। কাঁচরাপাড়ায় মুকুলের বাড়িতেও যায় ইডি। সংস্থার এক কোষাধ্যক্ষ ও হিসাবরক্ষককেও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, তাঁদের বয়ানের ভিত্তিতেই ইডি মনে করছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলের যে নির্বাচনী খরচ তা নজরে আনা দরকার। সেই সংক্রান্ত তথ্য জানতেই অরূপকে তলব বলে খবর।

ED Summons Aroop Biswas: এবার অরূপ বিশ্বাসকে তলব ইডির : সূত্র
অরূপ বিশ্বাস। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2024 | 5:47 PM

কলকাতা: এবার ইডির তলবের মুখে রাজ্যের আরও এক মন্ত্রী। সূত্রের খবর, এবার মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের দাবি, একটি চিটফান্ড মামলায় এই তলব করা হয়েছে। ২০১৪ সালে তৃণমূলের নির্বাচনী খরচের উৎস জানতে তলব করা হয়েছে বলে খবর। আগামিকাল শুক্রবার দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে তলব করা হয়েছে বলে খবর। মূলত তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে অরূপকে তলব বলে খবর।

অ্যালকেমিস্ট মামলায় তদন্ত করছে ইডি। সংস্থার অন্যতম ডিরেক্টর কেডি সিংকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা। সম্প্রতি মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। কাঁচরাপাড়ায় মুকুলের বাড়িতেও যায় ইডি। সংস্থার এক কোষাধ্যক্ষ ও হিসাবরক্ষককেও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, তাঁদের বয়ানের ভিত্তিতেই ইডি মনে করছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলের যে নির্বাচনী খরচ তা নজরে আনা দরকার। সেই সংক্রান্ত তথ্য় জানতেই অরূপকে তলব বলে খবর।

এমনও ইডি সূত্রে খবর, অরূপ ইতিমধ্যেই চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি আপাতত যেতে পারছেন না। প্রয়োজনীয় নথি জোগাড় করে তারপরই যাবেন। এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অ্যালকেমিস্ট নিয়ে কেন্দ্রীয় এজেন্সি যদি কোনও তদন্ত করে সেটা তাদের ব্যাপার। তারা কোথায় চিঠি দেবে কাকে জিজ্ঞাসা করবে তাদের ব্যাপার। তবে আমি এতটুকু বলতে পারি, অ্যালকেমিস্ট নিয়ে তদন্ত হলে প্রথম তো মিঠুন চক্রবর্তীকে ডাকা উচিত। তিনি তো সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। তাঁর ছবি দিয়ে ওরা প্রচার করত। বিজেপি ওনাকে পদ্মভূষণ দিচ্ছে, আর অন্য লোককে নোটিস দিয়ে বেড়াচ্ছে সেটা মানুষই বিচার করবে।”