CM Mamata Banerjee: নতুন বছরেই উত্তরবঙ্গে সফরে মমতা, উদ্বেগের মধ্যেই যেতে পারেন মালদহে

CM Mamata Banerjee: এই সফর হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত শেষ লোকসভা নির্বাচনের ফল বলছে উত্তরে এখন বিজেপিকে জোর টক্কর দিচ্ছে তৃণমূল। ধারেভারেও বেড়েছে অনেকটা। এমনকী শেষ উপনির্বাচনেও বিপুল ভোটের জয় এসেছে মাদারিহাটে।

CM Mamata Banerjee: নতুন বছরেই উত্তরবঙ্গে সফরে মমতা, উদ্বেগের মধ্যেই যেতে পারেন মালদহে
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 9:11 PM

কলকাতা: ফের উত্তরবঙ্গ সফরে যাওয়ার সম্ভবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেতে পারেন ২০ জানুয়ারি। তবে ফিরছেন কবে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। প্রসঙ্গত, বিগত কয়েক মাসে উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে লাগাতার হিংসার খবর এসেছে। পরপর তৃণমূল নেতা খুন, পুলিশের উপর গুলি! বিরোধীরা প্রশ্ন তুলছেন উত্তরবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে। এমতাবস্থায় মমতার সফর ঘিরে স্বভাবতই রাজনৈতিক থেকে প্রশাসনিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। 

এবার মুর্শিদাবাদ, মালদহ, আলিপুরদুয়ার এবং হাসিমারা সফরে যাওয়ার কথা মমতার। ⁠মালদহে প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানেও যোগ দিতে পারেন। আলিপুরদুয়ারেও প্রশাসনিক পরিষেবা প্রদানের অনুষ্ঠানে থাকতে পারেন তিনি। ⁠২৩ জানুয়ারি হাসিমারাতে নেতাজির জন্মদিন পালন করবেন বলে সূত্রের খবর।

এই সফর হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত শেষ লোকসভা নির্বাচনের ফল বলছে উত্তরে এখন বিজেপিকে জোর টক্কর দিচ্ছে তৃণমূল। ধারেভারেও বেড়েছে অনেকটা। এমনকী শেষ উপনির্বাচনেও বিপুল ভোটের জয় এসেছে মাদারিহাটে। প্রসঙ্গত, ১৩ বছর তৃণমূল ক্ষমতায় থাকলেও, উত্তরবঙ্গের এই আসনে কখনও জিততে পারেনি ঘাসফুল শিবির। ১৯৬৯ থেকে ২০১১ পর্যন্ত বাম শরিক আরএসপির গড় ছিল মাদারিহাট। কিন্তু, পালাবদলের পর এখানে জিতে আসছে পদ্ম শিবির। তাই এখন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এবার সেই উত্তরবঙ্গে গিয়ে মমতা কী বার্তা দেন সেটাই দেখার।