Tiger Attack: পড়ে রয়েছে ক্ষতবিক্ষত দেহ, বাঘের হানায় শেষ তিন তিনটে প্রাণ, পুরুলিয়ায় বাড়ছে আতঙ্ক

Tiger attack in Purulia, three cows die, forest department laying traps to catch the tiger, বাঘের আক্রমণ পুরুলিয়ায়, মৃত্যু তিনটি গরুর, বাঘ ধরতে ফাঁদ পাতছে বন দফতর

Tiger Attack: পড়ে রয়েছে ক্ষতবিক্ষত দেহ, বাঘের হানায় শেষ তিন তিনটে প্রাণ, পুরুলিয়ায় বাড়ছে আতঙ্ক
তীব্র আতঙ্ক গোটা এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 8:33 PM

পুরুলিয়া: বাঘের হানায় মৃত্যু তিনটি গরুর। দু’টি গরু তো কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আরও একটি গরু মৃত অবস্থায় পড়ে রয়েছে রাইকা পাহাড় সংলগ্ন ভাঁড়ারী পাহাড়ে। তীব্র আতঙ্ক পুরুলিয়ায়। প্রসঙ্গত, কয়েকদিন আগে বাঘিনীর আতঙ্কে কার্যত কাঁটা হয়েছিল গোটা জঙ্গলমহল। তাকে ধরতে গিয়ে নাকানি-চোবানি খেয়েছিল বন দফতর। এবার জিনাত বিদায় নিতেই হাজির আর এক পুরুষ বাঘ! তাঁকে বাগে আনতে বেগ পাচ্ছেন বনকর্মীরা। পাতা হচ্ছে ফাঁদ। কিন্তু, এখনও পর্যন্ত ধরা যায়নি বাঘটিকে। এরইমধ্যে তিন তিনটি গরুর মৃত্যুতে নতুন করে শোরগোল শুরু হয়েছে এলাকায়। 

ভাঁড়ারী পাহাড়তলির কেন্দাপাড়া গ্রামে থাকেন নির্মল প্রামাণিক। সব গরুগুলিই তাঁর বলে জানা যাচ্ছে। খোঁজ মিলছিল না সোমবার থেকে। বিগত কয়েকদিন ধরে দিকে দিকে খোঁজ করেও গরুগুলির দেখা পাওয়া যায়নি। এদিন সকালে গরুর খোঁজে পাহাড়ের জঙ্গলে যান নির্মলবাবু। সেখানেই দেখা যায় গরুগুলি আধ খাওয়া অবস্থায় পড়ে রয়েছে। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় কেন্দাপাড়া যমুনাগোড়া সহ একাধিক গ্রামে। খবর যায় বন দফতরে। 

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বন দফতরের উচ্চপদস্থ কর্তারা। আসেন সুন্দরবন থেকে আসা ব্যাঘ্র প্রকল্পের বিশেষ প্রশিক্ষিত দলের সদস্যরাও। বাঘ ধরতে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বন দফতর। ভাঁড়ারী পাহাড়ের চারদিকে গবাদি পশুদের টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে। পাতা হয়েছে খাঁচা। একইসঙ্গে পাহাড়ের তিনদিকে জাল পাতার কাজ চলছে। বসানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরা।