‘ঝড় বয়ে গেল , সবাইকে অনুরোধ করছি’, দিনের শেষে করিনা লিখলেন…

Kareena Kapoor Khan: 'সারাটা দিন ঝড় বয়ে গিয়েছে সবাইকে অনুরোধ করছি' অবেশেষে মুখ খুললেন সইফ পত্নী করিনা কাপুর খান। সকাল থেকে উত্তাল গোটা বলিপাড়া। একের পর এক তথ্য উঠে আসছে। বুধবার রাত ২টোয় সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা।

'ঝড় বয়ে গেল , সবাইকে অনুরোধ করছি', দিনের শেষে করিনা লিখলেন...
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 9:49 PM

‘সারাটা দিন ঝড় বয়ে গিয়েছে সবাইকে অনুরোধ করছি’ অবেশেষে মুখ খুললেন সইফ পত্নী করিনা কাপুর খান। সকাল থেকে উত্তাল গোটা বলিপাড়া। একের পর এক তথ্য উঠে আসছে। বুধবার রাত ২টোয় সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। বলি অভিনেতাকে একের পর এক ছুরিপ কোপ মারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। সারাদিন এই ঘটনা নিয়ে রীতিমতো বিচলিত গোটা বলিপাড়া। অনেকে পাপারাজ্জিদের দিকেও আঙুল তুলেছে। একাংশের বক্তব্য সারাক্ষণ ক্যামেরা তাক করে থাকার কারণেই তারকাদের কোনও গোপনীয়তা থাকছে না। যার জেরে এমন কাণ্ড। এ দিন রাতে পার্টি সেরে বাড়িতে তখন ঘুমোচ্ছিলেন করিনা যখন ঘটে এই কাণ্ড। তার পর থেকে সারাক্ষণ বাড়ি আর হাসপাতালই করেছেন। অবশেষে সকলের উদ্দেশে বার্তা দিলেন নায়িকা। সেই সঙ্গে ধন্যবাদও জানালেন পাশে থাকার জন্য।

করিনা তাঁর পোস্টে লিখেছেন, “আমাদের পরিবারের জন্য এটা একটা ভয়ঙ্কর দিন। এখনও পুরো বিষয়টা আমাদের বোধগম্যই হচ্ছে না। এমনটা ঘটেছে তা মেনে নিতে সময় লাগছে। আমি পাপারাজ্জি এবং সকল সংবাদমাধ্যমকে অনুরোধ জানাব নানা অনুমান করা যেন বন্ধ করে।” সেই সঙ্গে করিনা সবাইকে ধন্যবাদও জানিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে সারাক্ষণ তাঁদের পাশে থাকার জন্য। সেই সঙ্গে নায়িকা লেখেন, “এ যেন আমাদের খ্যাতির বিড়ম্বনা। আমাদের ভালবাসার জন্য ধন্যবাদ। কিন্তু সারাক্ষণ আমাদের ছবি তোলা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তার ভিডিয়ো পোস্ট করা তা আমাদের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।” এই পরিস্থিতে তাঁদের একা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন নায়িকা। আপাতত সইফের সুস্থ হয়ে ওঠার অপেক্ষা।