কলকাতা: প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ইডি-র চার্জশিটে রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের শ্যালক অভিষেক বিশ্বাসের নামও উঠে এল। চার্জশিটের ১৩৯ নম্বর পাতায় ইডি উল্লেখ করেছে, বাকিবুর রহমানের শ্যালক অভিষেক বিশ্বাসকে বন দফতরে চাকরি পাইয়ে দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকই। ইডি-র দাবি বালুর সুপারিশেই চাকরি হয়েছিল অভিষেকের। বালুর নিয়ন্ত্রণে থাকা কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর টাকা যায় অভিষেকের কাছে। সেই টাকা পরবর্তীতে অন্যত্র সরিয়ে দেন বাকিবুরের শ্যালক। তারই ‘পুরস্কার’স্বরূপ চাকরি। চার্জশিটে এটাই উল্লেখ করেছে ইডি।
রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিশাল আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ইডি চার্জশিটে সে বিষয়টি উল্লেখও করেছে। মঙ্গলবার বালু বিরুদ্ধে আদালতে প্রথম চার্জশিট জমা দেয় ইডি। চার্জশিটে ১২ জনের নাম রয়েছে। তাতে বাকিবুরের নাম জ্বলজ্বল করছে। ১০টি কোম্পানির উল্লেখ রয়েছে, তার মধ্যে পাঁচটি বাকিবুর রহমানের এবং বাকি পাঁচটি জ্যোতিপ্রিয় মল্লিকের নামে নথিভুক্ত।
রেশন বণ্টন দুর্নীতিতে বাকিবুরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। ইডি-র দাবি, বাকিবুরের স্ত্রী ও শ্যালকের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।
বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাস এবং স্ত্রী জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের জানিয়েছিলেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন করেছিলেন বাকিবুরই। আর সেই বক্তব্যের সারবত্তা খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা।
জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে বাড়তি সুবিধা পেয়েছেন বাকিবুর রহমানের শ্যালকও। বালুকে ধরেই চাকরি বাগিয়েছিলেন তিনি। অন্তত চার্জশিটে তেমনই উল্লেখ করেছেন তদন্তকারীরা। বালুর ১০ টি কোম্পানির মধ্যে একটি বন্ধ হয়ে সেই টাকা ঘুরপথে অন্যত্র সরিয়েছিলেন বাকিবুরের শ্যালক। সেটি চার্জশিটে উল্লেখ করা হয়েছে।