কলকাতা: প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা অধুনা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের রোজগার ৪০ লক্ষ টাকা। স্ত্রীর আয় ১৮ লক্ষ টাকা। ২০২১ সালে নির্বাচন কমিশনে জ্যোতিপ্রিয় মল্লিক যে হলফনামা জমা দেন সেখানেই রয়েছে এই তথ্য। তাতেই দেখা যায়, মাত্র ২ বছরে তাঁর আয় বেড়েছে ২ হাজার শতাংশ। কিন্তু, বর্তমানে কত টাকার মালিক জ্যোতিপ্রিয়র উত্তরসূরি বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ?
২০২১ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখা যাচ্ছে, ২০১৫-১৬ অর্থবর্ষে রথীন ঘোষের আয় ছিল ২ লক্ষ ৯ হাজার ৩৫৬ টাকা। ২০১৯-২০ সালে তা দাঁড়ায় ২ লক্ষ ৯৬ হাজার ৫০ টাকা। অন্যদিকে ২০১৫-১৬ অর্থবর্ষে স্ত্রী কৃষ্ণা ঘোষের আয় ছিল ২ লক্ষ ৯৭ হাজার ৭৬৬ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে সেই অঙ্কটা ছিল ৩ লক্ষ ৫৩ হাজার ৮৬ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৪৪০ টাকা।
যে সময় এই হলফনামা কমিশনে জমা দেওয়া হয় সেখানে রথীন ঘোষ জানিয়েছেন, সেই সময় তাঁর হাতে নগদ ছিল ৯২ হাজার ১০০ টাকা। স্ত্রীর হাতে প্রায় ১০ হাজার। দুটি ব্যাঙ্কে রয়েছে অ্যাকাউন্ট। সেখানে রথীন ঘোষের নামে জমা রয়েছে ১৩ লক্ষ ৩০ হাজার ৩৭ টাকা। অন্যদিকে স্ত্রীর নামে ব্যাঙ্কে জমা রয়েছে ২২ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ টাকা।