কলকাতা : পুণ্যস্নান চলছে গঙ্গাসাগরে। কিন্তু, সকাল থেকেই কুয়াশার দাপট চলছে গোটা বাংলা। বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে একটি উচ্চচাপ বলয়। যে কারণে তাপমাত্রার পারাও রয়েছে ঊর্ধ্বমুখী। বেড়েছে কুয়াশার পরিমাণ। ঘন কুয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা। ধাক্কা খাচ্ছে ফেরি পরিষেবা। মকর সংক্রান্তির দিনেই সকাল থেকে বন্ধ হয়ে গেল কাকদ্ববীপের ফেরি পরিষেবা। শনিবার সকালেও একই কারণে বন্ধ ছিল পরিষেবা। এদিনও দেখা গেল একই চিত্র। সূত্রের খবর, কাকদ্বীর লট নম্বর ৮ থেকে কুচুবেড়িয়া এবং নামখানা থেকে চেমাগুড়ি পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যার জেরে বিপাকে পড়েছে গঙ্গাসাগরগামী পুণ্যার্থীরা।
এর আগে শুক্রবার রাতেও বন্ধ হয়ে গিয়েছিল ফেরি পরিষেবা। সেদিনও লট নম্বর ৮ থেকে কচুবেড়িয়ার মধ্যে চলে কোনও লঞ্চ। তবে শুক্রবার রাত থেকেই ঘাটে জড়ো হয়েছিলেন বহু মানুষ। তাদের বেশিরভাগই গঙ্গাসাগরযাত্রী। কিন্তু, কুয়াশার দাপটে বিপাকে পড়েন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভেসেল পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল পুলিশ। শনিবার দিনেরবেলা ১৩ ঘণ্টা পর ফের ভেসেল পরিষেবা চালু হয়। রবিবার কুয়াশার জেরে ফের ধাক্কা খেল পরিষেবা। এদিকে সাগরমুখী হাজারে হাজারে মানুষ। কী করে তারা সেখানে পৌঁছাবেন তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না। ভিড়ের চাপ বাড়ছে ফেরি ঘাটেও।
প্রসঙ্গত, শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে এখনও পর্যন্ত ৪০ লক্ষের বেশি মানুষের ভিড় হয়েছে গঙ্গাসাগরে। ভিড়ে ঠাসা সাগরে কোনওরকম দুর্ঘটনা এড়াতে সদা সতর্ক রয়েছে প্রশাসন। বসেছে ওয়াচ টাওয়ার। ৭ ভাষায় চলছে মাইকিং। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সদা প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। নজরদারি চলছে স্পিডবোডের মাধ্যমে। আকাশে উড়ছে ড্রোন।