Kaliaganj: কালিয়াগঞ্জে ‘পুলিশের গুলিতে’ যুবকের মৃত্যু, জনস্বার্থ মামলা গ্রহণ হাইকোর্টে

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 02, 2023 | 2:04 PM

Kaliaganj: মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তের আর্জিও জানানো হয়েছে। আগামী সোমবার মামলার শুনানি। মামলাকারীর বক্তব্য, এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে দিয়ে তদন্ত করানো হোক।

Kaliaganj: কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে যুবকের মৃত্যু, জনস্বার্থ মামলা গ্রহণ হাইকোর্টে
কালিয়াগঞ্জকাণ্ডে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Follow Us

কলকাতা: কালিয়াগঞ্জে ‘পুলিশের গুলিতে’যুবকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ মামালটি গ্রহণ করে। মধ্যরাতে কালিয়াগঞ্জে বাড়িতে ঢুকে পুলিশের বিরুদ্ধে গুলি করে যুবকের খুনের অভিযোগ তুলে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ। মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তের আর্জিও জানানো হয়েছে। আগামী সোমবার মামলার শুনানি। মামলাকারীর বক্তব্য, এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে দিয়ে তদন্ত করানো হোক।

প্রথমে ছাত্রী মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। সেই ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ তোলা হয়। পুলিশের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন ওঠে। তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও বিজেপির বিক্ষোভে চড়তে থাকে পারদ। এরই মধ্যেই কালিয়াগঞ্জ থানায় আগুন লাগানোর মতো ঘটনা ঘটে। তা নিয়ে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন তিনি। বুধবার মধ্যরাতেই কালিয়াগঞ্জের বাসিন্দা বিষ্ণু বর্মনকে গ্রেফতার করতে যায় পুলিশ। কিন্তু বিষ্ণুকে না পেয়ে তাঁর বাবাকে তুলে নিয়ে যেতে চায় পুলিশ। পরিবারের দাবি, তখনই মৃত্যুঞ্জয় সামনে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, এক পুলিশ কর্তাই সেসময়ে তাঁর অধঃস্তন কর্মীকে গুলি চালানোর নির্দেশ দেন। গুলি এসে লেগেছিল মৃত্যুঞ্জয়ের বুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

মৃত্যুঞ্জয় আদলেত শিলিগুড়িতে থাকতেন। সেখানে একটি বেসরকারি সংস্থায় ম্যানেজার পদে কর্মরত ছিলেন। পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি এসেছিলেন।

ইতিমধ্যেই এই বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার করেছে বিজেপি। উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বনধও ডেকেছিল তারা। এবার জল গড়াল আদালতে। এক্ষেত্রে উল্লেখ্য, এই নাবালিকার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরিবার।

Next Article