Calcutta High Court: ‘রুল জারি করার এক্তিয়ারই নেই এই বেঞ্চের’, কুণালের মামলায় বড় প্রশ্ন কল্যাণের
Calcutta High Court: আদালত অবমাননার মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে হাজিরাও দিয়েছিলেন তিনি। তিন বিচারপতির বিশেষ বেঞ্চে চলছে সেই মামলার শুনানি।

কলকাতা: আদালত অবমাননার রুল জারি করার এক্তিয়ার এই বেঞ্চের নেই। সোমবার তিন বিচারপতির বেঞ্চে এমনই সওয়াল করলেন কুণাল ঘোষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিমকে হেনস্থার অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। তৈরি হয় তিন বিচারপতির বেঞ্চ। সেই মামলাতেই কুণাল ঘোষ সহ আরও ৭ জনের বিরুদ্ধে রুল জারি করে আদালত। আইনজীবীর দাবি, স্বতঃপ্রণোদিত এই মামলা আদৌ গ্রহণযোগ্য নয়।
আদালত অবমাননার মামলায় গত ১৬ জুন কলকাতা হাইকোর্টে হাজিরা দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে রুল জারি করেছিল হাইকোর্ট। সেই অনুযায়ী তাঁকে নোটিস পাঠানো হয়। সেই মতো হাজিরা দেন তিনি। তবে সে দিন শারীরিক অসুস্থতার কারণে তিন বিচারপতির বেঞ্চের একজন অনুপস্থিত থাকায় মামলার শুনানি হয়নি। ফিরে যান কুণাল ঘোষ। সোমবার আদালত জানিয়েছে, না ডাকা হলে আর আপাতত আদালতে যেতে হবে না কুণালকে।
এদিন আইনজীবী কল্যাণ বলেন, “প্রধান বিচারপতির থেকে এই বিশেষ বেঞ্চ গঠন করার নির্দেশ আমরা হাতে পাইনি। তিনি আরও বলেন, আমি যদি কোনও ভুল করে থাকি, তাহলে আমি নিঃশর্ত ক্ষমা চাইছি।”
কল্যাণের বক্তব্য, “প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করার যে নির্দেশ দিয়েছিলেন সেটা প্রশাসনিক নির্দেশ। সেখানে তিনি অবমাননার মামলা শুরু করার কোনও প্রক্রিয়ার কথা বলেননি। প্রধান বিচারপতি কোনও রুলও জারি করেননি। প্রধান বিচারপতি রুল জারি না করলে এই আদালতের কোনও এক্তিয়ার নেই রুল জারি করার।”
