Kalyan Banerjee on Tapas Roy: তাপসের কেন দলের উপর এত রাগ? বিস্ফোরক তত্ত্ব দিলেন কল্যাণ

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 04, 2024 | 3:20 PM

Kalyan Banerjee on Tapas Roy:সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত তাপসের রায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিতে দেখা গেল কল্যাণকে। বললেন, "উনি ভেবেছিলেন উত্তর কলকাতা থেকে টিকিট পাবেন। সেই জন্য দলের উপর চাপ তৈরি করছিলেন।" তৃণমূল সাংসদের দাবি, পরে যখন দেখেছেন টিকিট পাবেন না তখনই এই সব বাজে-বাজে কথা বলছেন।

Kalyan Banerjee on Tapas Roy: তাপসের কেন দলের উপর এত রাগ? বিস্ফোরক তত্ত্ব দিলেন কল্যাণ
তাপস রায়কে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: সোমবার পদ, দল সব ছেড়েছেন তাপস রায়। সঙ্গে নিজেকে ‘ফ্রি বার্ড’ বলেও উল্লেখ করেছেন। অভিমান-ক্ষোভ সব উগরে দিয়েছেন। জানিয়েছেন, ইডি-র তল্লাশির পর একবারও সুপ্রিমো তাঁকে নিয়ে মুখ খোলেননি। এইসব বিভিন্ন ইস্যুতে যখন বঙ্গ রাজনীতির পারদ চড়ছে। সেই সময় আবার তাপস রায়কে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন আইনজীবী তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন দলের উপর তাপসের এত রাগ জানালেন তিনি। পাশাপাশি তাঁকে ‘সুযোগ সন্ধানী’ বলে কটাক্ষ করলেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত তাপসের রায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিতে দেখা গেল কল্যাণকে। বললেন, “উনি ভেবেছিলেন উত্তর কলকাতা থেকে টিকিট পাবেন। সেই জন্য দলের উপর চাপ তৈরি করছিলেন।” তৃণমূল সাংসদের দাবি, পরে যখন দেখেছেন টিকিট পাবেন না তখনই এই সব বাজে-বাজে কথা বলছেন।

কল্যাণ বলেছেন, “আসলে বিজেপি-তে যাবেন উনি। সেই কারণে এই সব করছেন। হেরে ভূত হয়ে যাবে।” একই সঙ্গে দলের অন্দরের দ্বন্দ্ব কার্যত উড়িয়েছেন সাংসদ। বলেছেন, “কোনও অন্তর্দ্বন্দ্ব নেই। এগুলো সব তৈরি করা। ওনার মতো কেউ কেউ এই সব তৈরি করেছেন।” একই সঙ্গে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কল্যাণের অনুরোধ, “আমি দিদির কাছে অনুরোধ করব যাঁরা দল বদল করছেন তাঁরা যখন হেরে যাবেন ফিরিয়ে যেন না নিয়ে আসা হয়।” কল্যাণের সন্দেহ নিশ্চয়ই তাপসবাবু কিছু করেছেন, সেই কারণেই ইডি-র থেকে বাঁচতে বিজেপি-তে যাচ্ছেন। শ্রীরামপুরের সাংসদ বলেন, “ওর সঙ্গে তো শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ ছিল। তলে-তলে সমস্ত যোগাযোগ রয়েছে।”

Next Article