Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘায় দুর্ঘটনায় রাজধানী, বন্দে ভারত, পদাতিক, উত্তরবঙ্গ এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের গতিপথ বদল, বড় আপডেট দিল রেল

Pradipto Kanti Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 17, 2024 | 2:30 PM

Kanchanjungha Express Accident: সোমবার সকাল ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ার পর রাঙাপানি এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়িটি।  দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর আসছে।  তাতে মালগাড়ির লোকো পাইলট, সহকারি লোকো পাইলট, কাঞ্চলজঙ্ঘার গার্ডের মৃত্যু হয়েছে।

Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘায় দুর্ঘটনায় রাজধানী, বন্দে ভারত, পদাতিক, উত্তরবঙ্গ এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের গতিপথ বদল, বড় আপডেট দিল রেল
বহু ট্রেনের গতিপথ বদল
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আগরতলা থেকে শিয়ালদহ আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পিছন থেকে ধাক্কা মারে মালগাড়িটি। তাতে ভয়াবহ দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তার জেরে বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। তবে রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ট্রেন আপাতত বাতিল করা হয়নি। রেলের তরফ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী,

১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস

২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস

১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস

০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি হাবিবগঞ্জ স্পেশ্যাল

এই ট্রেনগুলো ঘুরিয়ে দেওয়া হবে নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রেল জংশন লাইনে।

অন্যদিকে,

১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস

০৬১০৫ নাগেরকোলি-ডিব্রুগড় স্পেশ্যাল

২০৫০৬ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস

১২৪২৪ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস

২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হবে আলুয়াবাড়ি রেল জংশন-বাগডোগরা-শিলিগুড়ি- নিউ জলপাইগুড়ি লাইনে।

পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন,

২২৩০২ এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে আসছে। 

১৫৯৬২ কামরূপ এক্সপ্রেস শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে আসছে।

৩১৪৮ উত্তরবঙ্গ এক্লপ্রেস শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে আসছে।

দুর্ঘটনাস্থলের পিছনে যে ট্রেনগুলো রয়েছে, সেগুলিকে অন্য রুটে ঘুরিয়ে গন্তব্যে নিয়ে আসা হচ্ছে।

প্রসঙ্গত, সোমবার সকাল ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ার পর রাঙাপানি এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়িটি।  দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর আসছে।  তাতে মালগাড়ির লোকো পাইলট, সহকারি লোকো পাইলট, কাঞ্চলজঙ্ঘার গার্ডের মৃত্যু হয়েছে। আপাতত রেলের তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বাকি কামরাগুলোকে নিয়ে শিয়ালদহের উদ্দেশে রওনা দিয়েছে ইঞ্জিন।

Next Article