Kasba: কলকাতার বুকে ৩টে ফ্ল্যাট রয়েছে দুষ্কৃতী আরফাজের, সামনে আসছে একের পর এক তথ্য

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 16, 2024 | 11:03 PM

TMC: জানা গিয়েছে, গুলজারের মোট তিনটি ফ্ল্যাট রয়েছে। দু'টি ফ্ল্যাটে ভাড়া দিয়ে রেখেছে। একটিতে তার বাবা-মা এবং বোনেরা থাকতেন। সেখানে মাঝে-মাঝে দেখা করতে আসত সে। আরও একটি ফ্ল্যাট অন্য আবাসনে। সেখানে স্ত্রী এবং সন্তানের সঙ্গে থাকত সে।

Kasba: কলকাতার বুকে ৩টে ফ্ল্যাট রয়েছে দুষ্কৃতী আরফাজের, সামনে আসছে একের পর এক তথ্য
দুষ্কৃতী আরফাজের তিনটে ফ্ল্যাট
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে পরপর গুলি। ট্রিগারে চাপ দিয়েও বেরোল না গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন নেতা। আর এই দুষ্কর্মের মাস্টারমাইন্ডকে শনিবার পূর্ব বর্ধমানের গলসি থেকে ধরেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ইকবাল ওরফে আফরোজের তপশিয়ার গুলশন কলোনির ফ্ল্যাটের হদিশ পেল টিভি ৯ বাংলা। পুলিশের অনুমান, এই ফ্ল্যাটে বসেই সুশান্ত ঘোষের উপর ছক কষা হয় হামলার। তৃণমূল কাউন্সিলরের উপর হামলার পর থেকেই বন্ধ আফরোজের ফ্ল্যাট। বেপাত্তা গোটা পরিবার।

জানা গিয়েছে, গুলজারের মোট তিনটি ফ্ল্যাট রয়েছে। দু’টি ফ্ল্যাটে ভাড়া দিয়ে রেখেছে। একটিতে তার বাবা-মা এবং বোনেরা থাকতেন। সেখানে মাঝে-মাঝে দেখা করতে আসত সে। আরও একটি ফ্ল্যাট অন্য আবাসনে। সেখানে স্ত্রী এবং সন্তানের সঙ্গে থাকত সে। শুক্রবার সকাল পর্যন্ত প্রতিবেশীরা দেখতে পেয়েছে আফরোজকে। শনিবার সকাল পর্যন্ত দেখা গিয়েছে তার স্ত্রী এবং সন্তানকে। কিন্তু তারপর থেকেই তালা বন্ধ ঘর। কারও দেখা নেই।

প্রতিবেশীদের মধ্যে একজন বলেন, “গুলজার এখানে দেড় দু’বছর ধরে আছে। দুটো ঘরে ভাড়া দিয়েছে। দশ পনেরো দিন আগে আসে এসেছিল। বলল ঘুরতে এসেছি।”

Next Article