AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গণধর্ষণের সময় উপস্থিত ছিলেন! কসবা-কাণ্ডে গ্রেফতার করা হল নিরাপত্তারক্ষীকেও

Kasba Case Update: এবার গ্রেফতার করা হল কলেজের নিরাপত্তারক্ষীকে।  অপরাধ ঘটার সময় তিনি কলেজে উপস্থিত ছিলেন। নির্যাতিতার বয়ানেই উঠে এসেছে সেই তথ্য।

গণধর্ষণের সময় উপস্থিত ছিলেন! কসবা-কাণ্ডে গ্রেফতার করা হল নিরাপত্তারক্ষীকেও
সাউথ ক্যালকাটা ল' কলেজImage Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Jun 28, 2025 | 12:12 PM
Share

কলকাতা: কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও এক। এবার গ্রেফতার করা হল কলেজের নিরাপত্তারক্ষীকে। অপরাধ ঘটার সময় তিনি কলেজে উপস্থিত ছিলেন। নির্যাতিতার বয়ানেই উঠে এসেছে সেই তথ্য। এই নিয়ে কসবা গণধর্ষণ কাণ্ডে মোট ৪ জনকে গ্রেফতার করা হল।

গত ২৫ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের শিকার হন প্রথম বর্ষের ছাত্রী। মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তন ছাত্র ও অস্থায়ী কর্মী। তাঁকে অপরাধে মদত দিয়েছিল কলেজেরই দুই ছাত্র। নির্যাতিতা থানায় অভিযোগ জানানোর পর, ২৬ জুন তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়। এবার ওই ঘটনায় গ্রেফতার করা হল কলেজের নিরাপত্তারক্ষীকেও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে বছর পঞ্চান্নর ওই নিরাপত্তারক্ষীকে। তাঁর বক্তব্যে অসঙ্গতি রয়েছে। পুলিশের অনুমান, গার্ড সত্য়ি কথা বলছেন না। তিনি কোনও তথ্য লুকানোর চেষ্টা করছেন।

প্রসঙ্গত, নির্যাতিতাকে এই গার্ড রুমেই নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ওই ছাত্রী তাঁর বয়ানে জানিয়েছেন, ঘটনার দিন অভিযুক্তরা সিকিউরিটি গার্ডকে বের করে দেয় এবং দরজা বাইরে থেকে আটকে রাখার নির্দেশ দেয়। যখন পাশবিক অত্যাচারের শিকার হচ্ছিলেন যুবতী, তখন বাইরে বসেছিলেন গার্ড। নির্যাতিতা গার্ডের কাছে সাহায্য চেয়েও পাননি।

পুলিশি তদন্তে আরও জানা গিয়েছে যে ঘটনার সময় নির্যাতিতা, তিন অভিযুক্ত ছাড়াও আরও কয়েকজন কলেজে উপস্থিত ছিলেন। তাদের ভূমিকা কী ছিল, তারা গণধর্ষণের ঘটনা জানতেন কি না, এই বিষয়ে কাউকে জানিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নির্যাতিতা তাঁর অভিযোগে উল্লেখ করেছিলেন যে ধর্ষণের ভিডিয়ো রেকর্ড করা হয়েছিল। অভিযুক্তরা এই ভিডিয়ো অন্য কাউকে পাঠিয়েছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্তদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সেই মোবাইল থেকে অন্য কাউকে ভিডিয়ো পাঠানো হয়েছিল কি না, তা দেখা হচ্ছে।