কলকাতা: সিসি ক্যামেরার ফুটেজ থেকে কসবা কাউন্সিলরের উপরে হামলার ঘটনায় ব্যবহৃত স্কুটারের নম্বর চিহ্নিত করেছেন গোয়েন্দারা। কিন্তু স্কুটারে নম্বর খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারে আদতে ওই নম্বর ব্যবহৃত স্কুটারের নয়। হামলার ঘটনায় ব্যবহৃত স্কুটারের নম্বর আগে থেকে পাল্টে অন্য একটি স্কুটারের নম্বর লাগিয়ে দেয় গুলজার।
তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, গুলজার ওই স্কুটারটি বেশ কিছু দিন আগে এক ব্যক্তির থেকে কিনেছিল। যার কাছ থেকে স্কুটার কিনেছিল, তাঁকে ইতিমধ্যে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। কবে বিক্রি করেছিলেন, কত টাকা দিয়ে বিক্রি করেছিলেন, নম্বর আগেই চেঞ্জ করা হয়েছিল কিনা জানার চেষ্টা করা হচ্ছে।
তদন্তকারীদের অনুমান, কাউন্সিলরের উপরে হামলার জন্য পুরোনো স্কুটার কিনেছিল গুলজার। তারপর আসল নম্বর পাল্টে ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করা হয়। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, কাউন্সিলরের উপরের হামলার ঘটনার সঙ্গে যুক্ত দু’জন অভিযুক্তের পুরনো ক্রিমিন্যাল রেকর্ড রয়েছে। বিহারের এক কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরী গ্যাঙের সদস্য ওই দু’জন। বিহার পুলিশের থেকে তাদের পুরনো অপরাধের তথ্য জানতে পেরেছেন লালবাজারের গোয়েন্দারা।