Nabanna: ডিজি পদে রাজীব বা রাজেশ, বাংলার পরবর্তী মুখ্যসচিব হতে পারেন ভগবতী প্রসাদ

Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 27, 2023 | 7:42 AM

DG: তবে শুধু রাজেশ কুমার নয়, নবান্নের অন্দরে ঘোরাফেরা করছে আরও একটি নাম। তিনি রাজীব কুমার। কিন্তু অনেকে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজীববাবুকে প্রযুক্তি বিভাগ থেকে নাও সরাতে পারেন। শুধু তাই নয়, রাজীব কুমার মুখ্যমন্ত্রীর আস্থাভাজন।

Nabanna: ডিজি পদে রাজীব বা রাজেশ, বাংলার পরবর্তী মুখ্যসচিব হতে পারেন ভগবতী প্রসাদ
বাঁ দিকে রাজেশ কুমার, মধ্যে ভগবতী প্রসাদ গোপালিকা, ডানদিকে রাজীব কুমার
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর অবসর নেবেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। বুধবার তাঁর ফেয়ারওয়েল প্যারেড হবে ব্যারাকপুরে। পরবর্তী ডিজি কে হবেন সেই নিয়ে তুঙ্গে জল্পনা। নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশের পরবর্তী ডিজি হতে পারেন রাজেশ কুমার। বর্তমানে তিনি মেম্বার সেক্রেটারি পলিউশন কন্ট্রোল বোর্ডে রয়েছেন। নির্বাচন কমিশন একবার ভোটের সময়ে তাঁকে কলকাতার পুলিশ কমিশনার পদেও বসিয়েছিল।

তবে শুধু রাজেশ কুমার নয়, নবান্নের অন্দরে ঘোরাফেরা করছে আরও একটি নাম। তিনি রাজীব কুমার। কিন্তু অনেকে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজীববাবুকে প্রযুক্তি বিভাগ থেকে নাও সরাতে পারেন। শুধু তাই নয়, রাজীব কুমার মুখ্যমন্ত্রীর আস্থাভাজন। ফলত, ডিজি হওয়ার দৌড়ে রয়েছে তাঁর নামও। ফলত, পরবর্তী ডিজি কে হবেন তা সময়ই বলবে।

অন্যদিকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ছয় মাসের বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। এরপর অবসর নেওয়ার কথা। যদি কোনও রকম অঘটন না ঘটে পরবর্তী মুখ্যসচিব হতে পারেন ভগবতী প্রসাদ গোপালিকা। যদিও তাঁর অবসরও সামনে। হাতে রয়েছে আর পাঁচ মাস। ফলে তিনি মুখ্যসচিব হলে পাঁচ মাসের জন্য হওয়ার সম্ভাবনা। তবে নোটিফিকেশন না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয় বলেই মনে করেছে প্রশাসনিক মহল।

Next Article
Sukanta Majumdar: ১৫ জনের নির্বাচন কমিটি গড়েননি শাহ-নাড্ডা? কী বললেন সুকান্ত?
Amit Shah on CAA: ‘দিদি CAA তো হবেই, কেউ আটকাতে পারবে না’, বাংলায় এসে ফের সুর চড়ালেন শাহ