বেপরোয়া গতি! লেকটাউনে উল্টে গেল সুমো গাড়ি

Jun 30, 2021 | 9:10 AM

চালক-সহ চার জনই চোট পান। কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে তাঁরা গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যান।

বেপরোয়া গতি! লেকটাউনে উল্টে গেল সুমো গাড়ি
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: বেপরোয়া গতি আর তার জেরে সাতসকালেই দুর্ঘটনা। উল্টে গেল একটি গাড়ি। আহত গাড়ির ৪ যাত্রী। লেকটাউনের (Laketown Accident) গোলাঘাটের সামনে দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোরে উল্টোডাঙা থেকে লেকটাউনের দিকে যাচ্ছিল একটি সুমো গাড়ি। গোলাঘাটা সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। চাকা স্কিড করে গাড়ি উল্টে যায়। চালক-সহ চার জনই চোট পান। কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে তাঁরা গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন: সহযোগিতা নয়, বিধানসভায় সংঘাতের ইঙ্গিত বিজেপির, সংশোধিত প্রস্তাবে রাজ্যপাল-কমিশন স্তুতি

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়ির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। লেকটাউন থানার পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। ভিআইপি রোড থেকে যানজট মুক্ত করতে গাড়িটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চালকের খোঁজে তল্লাশি চলছে।

Next Article