কলকাতা: বর্ষবরণের রাতে মর্মান্তিক ঘটনা তিলজলা এলাকায়। ভিড় ও অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে কলকাতা পুলিশের তরফ থেকে শহর জুড়ে নাকা চেকিং চলছিল। তিলজলা এলাকাতেও নাকাচেকিং চলছিল। তীব্র গতিতে আসা এক গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত হলেন এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে তিলজলা থানা এলাকায়। আহত পুলিশ কর্মীর নাম তপন চক্রবর্তী। আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশ কর্মীকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিলজলা এলাকার চায়না কাট আউটের কর্তব্যরত ছিলেন তপন চক্রবর্তী নামে ওই পুলিশ কর্মী। জানা যাচ্ছে,নাকা চেকিংয়ের সময়ে একটি গাড়িকে হাত দেখিয়ে দাঁড় করানোর চেষ্টা করছিলেন তপন চক্রবর্তী নামে ওই পুলিশ কর্মী। একটি দ্রুত গতিতে আসা গাড়ি ধাক্কা মারে তপন চক্রবর্তীকে। অনেকটা দূরে ছিটকে পড়েন তিনি। গাড়িটিও দ্রুত গতিতে এলাকা ছেড়ে চম্পট দেয়।
বাকি পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকর জানাচ্ছেন, ওই পুলিশ কর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর পাঁজরের বেশ কয়েকটি কাছে হাড় ভেঙে গিয়েছে। অভিযুক্ত গাড়িচালককে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।