Kolkata Airport: কলকাতা থেকে উড়েছিল, মাঝ আকাশে মুম্বইগামী বিমানের জানালার কাচে চিড়! তারপরই…

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 20, 2023 | 1:32 PM

Kolkata Airport: যাত্রীদের মধ্যে যাতে আতঙ্ক ছড়়িয়ে না পড়ে, তার পাইলট সচেতন করতে থাকেন। পাইলট দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে অবতরণের অনুমতি চান পাইলট।

Kolkata Airport: কলকাতা থেকে উড়েছিল, মাঝ আকাশে মুম্বইগামী বিমানের জানালার কাচে চিড়! তারপরই...
কলকাতা বিমানবন্দর। (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিমানের জানলার কাঁচে চিড়! মাঝ আকাশ থেকে ফিরতে হল কলকাতা থেকে মুম্বইগামী বিমান। বিমানবন্দর সূত্র মারফত খবর,সকাল ৬টা ১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে যাত্রা করে একটি বিমান। বিমান বন্দর সূত্রে খবর, মাঝ আকাশে বিমানের জানালায় ফাটল দেখতে পান কেবিন ক্রু। তৎক্ষণাৎ পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

যাত্রীদের মধ্যে যাতে আতঙ্ক ছড়়িয়ে না পড়ে, তার পাইলট সচেতন করতে থাকেন। পাইলট দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে অবতরণের অনুমতি চান পাইলট। সেইমতো এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি মেলায় ৭.৪৫ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ববে নাম্বার ১৮ তে পার্ক করা হয়েছে বিমান থেকে যাত্রীদের নীচে নামিয়ে নিয়ে আসা হয়েছে বিমানের মেরামতির কাজ চলছে।

অন্যদিকে,  এয়ারবাসে ৩২০ নতুন ইঞ্জিন স্থাপন করার পর চালু করার সময়ে বিপত্তি দেখা দেয়। বিমানের ডান দিকের ইঞ্জিন থেকে অনর্গল ধোঁয়া বেরোতে শুরু করে।  আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে। সূত্র মারফত খবর, সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ ওই বাসের ডানদিকে নতুন ইঞ্জিন স্থাপনের পরে বে নাম্বার ১০ বিমানের ইঞ্জিন চালু করতেই বিপত্তি বিমানের ডান দিকের ইঞ্জিন থেকে অনর্গল ধোঁয়া তাতেই আতঙ্ক ছড়ায় কলকাতা বিমানবন্দরে পরবর্তীতে বিমানবন্দরে নিযুক্ত দমকল উপস্থিত হন। সংশ্লিষ্ট বিমান সংস্থা সূত্রের খবর নতুন ইঞ্জিন বসানোর পর তা চালু করা হলে ধোঁয়া বেরোয়, সেটাই স্বাভাবিক।

Next Article